বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মিরসরাইয়ে ভারী বৃষ্টির মধ্যে ঝরনায় বেড়াতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশের দেওয়া সুবিধার সদ্ব্যবহার করতে ভুটানের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তিতে গতি আনতে শিল্প উপদেষ্টা-বিএসইসির বৈঠক চুয়াডাঙ্গা জুড়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’: বৈষম্যহীন বাংলাদেশের দাবিতে রাজপথে গর্জে উঠলো জনতার গণস্বর ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং: ২০ হাজার কোটি টাকার আমানতের মাইলফলক! মালিকানা জমি  খাস খতিয়ানে রেকর্ড করার প্রতিবাদে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের বিক্ষোভ সমাবেশ দর বৃদ্ধির শীর্ষে রহিম টেক্সটাইল লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা আজ ডিএসইতে ৬৯০ কোটি টাকা লেনদেন

বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেল বিকাশ ও হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫


নিজস্ব প্রতিবেদকঃ বিকাশ ও হুয়াওয়ের ডিজিটাল লোন সেবা চালুর স্বীকৃতি হিসেবে জিএসএমএ গেøামো ‘বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়াড অর্জন করেছে। বার্সোলনায় আয়োজিত মোবাইল কংগ্রেস (এমডবিøউসি) ২০২৫ এ প্রতিষ্ঠানদুটিকে এই পুরস্কার প্রদান করে।

গেøামো ‘বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়ার্ডের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানখাতের সেইসব যুগান্তকারী স্বীকৃতি দেওয়া হয় যেগুলো জনসাধারণ ও ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক সেবার পরিচালনা ও ব্যবহারের প্রক্রিয়াকে রূপান্তরিত করে। বিকাশ ও হুয়াওয়ে বাংলাদেশে ‘পে লেটার’ সেবা প্রদানে অগ্রগামী ভ‚মিকা রেখেছে। এই উদ্যোগ ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীে ক স্বল্পমেয়াদী ক্ষুদ্র ঋণের সুবিধা দিয়ে তাদের দৈনন্দিন খরচের ঘাটতি পূরণে
সাহায্য করছে।

২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকে বিকাশ বাংলাদেশের ৬১ শতাংশ প্রাবয়স্ক ব্যক্তির কাছে আর্থিক সেবা পৌঁছে দিয়েছে। তবে এখনো ৩৭ শতাংশ নাগরিক জরুরী প্রয়োজনের জন্য উচ্চসুদেও ঋণদাতাদেও ওপর নির্ভরশীল। এছাড়া মাত্র ৯ শতাংশ প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ব্যংকিং সেবা ব্যবহার কেেও থাকে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিকাশ ও হুয়াওয়ের সহযোগিতায় ‘পে লেটার’ সেবা চালু করে। যার মাধ্যমে বাংলাদেশে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর একটি বড় অংশকে তাৎক্ষনিকভাবে কাগজের ব্যবহার ছাড়াই ক্ষুদ্র ঋণ ও ডিজিটাল পেমেন্টের সুবিধা দেওয়া সম্ভব হয়। এই সেবা বিশেষ করে গ্রামাঞ্চলের নারী ও ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তাদের সাহায্য করছে। এটি
তাদের মূলধন সংগ্রহ ও দারিদ্র হ্রাসে ভ‚মিকা রাখার পাশাপাশি স্থানীয় ই- কমার্সকে প্রসারিত করছে।

বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার (সিপিটিও) মোহাম্মাদ আজমল হুদা বলেন,‘‘হুয়াওয়ের মোবাইল মানি প্ল্যাটফর্মের সুবিধা কাজে লাগিয়ে আমরা ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ পেমেন্ট সেবা দ্রত প্রসারিত করার পাশাপাশি ‘পে লেটার’ মাইক্রো ফিন্যান্সিয়াল সেবা চালু করেছি।

এই উদ্যোগ লক্ষ লক্ষ মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে ভূমিকা রেখেছে ও বাংলাদেশে সার্বজনীন আর্থিক অন্তর্ভুক্তিতে আরও ত্বরান্বিত করেছে। ’’

হুয়াওয়ের সফটওয়্যার বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট মরিস মা বলেন,‘‘ বিকাশের সঙ্গে যৌথভাবে গেøামো ‘বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়ার্ড অর্জন করতে পেওে আমরা সম্মানিত বোধ করছি। সেবা ও পণ্য উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের সক্ষমতাকে বৃদ্ধিও চেষ্টা চালিয়ে যাবো যাতে কওে আমাদেও গ্রাহক আরও বেশি ব্যবসায়িক সাফল্য খুঁজে পায় ও সামাজিক অগ্রগতিতে ভ‚মিকা রাখতে পারে। ’’

গত এক দশকে হুয়াওয়ের মোবাইল মানি সল্যুশন ৪০টিরও বেশি দেশে ৪৮কোটির বেশি ব্যবহারকারীকে আর্থিক সুবিধা দিয়েছে। এতে রয়েছে বিশেষ কওে ক্লাউড- নেটিভ ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার, যা প্ল্যাটফর্মের ৯৯ দশমিক ৯৯ শতাংশ নির্ভরযোগ্যতা ও সীমাহীন সম্প্রসারণ সক্ষমতা নিশ্চিত কওে ব্যবসায়িক কার্যক্রম নিরবিচ্ছিন্ন থাকে।

শক্তিশালী ডেটা ও এআই ইঞ্জিনের সাহায্যে হুয়াওয়ে মোবাইল মানি দ্রত ও কার্যকরভাবে আর্থিক ঝুঁকি বিশ্লেষণের পাশাপাশি আয়ের প্রবৃদ্ধি নিশ্চিত করে। এই প্ল্যাটফর্মের উন্মুক্ত অবকাঠামো যেমন নতুন ব্যবসায়িক উদ্ভাবনকে বিকশিত করে, তেমনি একটি ডিজিটাল লাইফস্টাইলকে ত্বরান্বিত করার পাশাপাশি বিশ্বব্যাপী ব্যবহারকারীদেও জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও উন্নত আর্থিক সেবা নিশ্চিত করে।

স্পেনের বার্সালোনায় ৩রা মার্চ থেকে ৬ মার্চ, ২০২৫ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডবিøউসি)- ২০২৫ অনুুষ্ঠিত হচ্ছে। হুয়াওয়ে এই ইভেন্টে ফিরা গ্রাণ ভিয়া হল ১ এ স্ট্যান্ড ওয়ান এইচ ফিফটিতে প্রতিষ্ঠানটির সর্বাধুনিক পণ্য ও সেবা প্রদর্শণ করছে।

২০২৫ সালে বাণিজ্যিকভাবে ৫জি এডভান্সড প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে। এআই টেলিকম অপারেটরদের ব্যবসা, অবকাঠামো, পরিচালনা ও রক্ষনাবেক্ষন পদ্ধতিকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে। একটি বুদ্ধিবৃত্তিক বিশ্ব গঠনের লক্ষ্যে দ্রত অগ্রসর হওয়ার জন্য হুয়াওয়ে বিভিন্ন টেলিকম অপারেটর ও সহযোগীদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS