রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

বিএনপিনেতা আবদুল্লাহ আল নোমান আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

বীর চট্টলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ধানমণ্ডিতে নিজ বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।  

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার ভোর ৬টায় আবদুল্লাহ আল নোমান তাঁর ধানমন্ডির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরাও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  

দিদার আরও জানান, মৃত‍্যুকালে তিনি তাঁর সহধর্মিণী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, আবদুল্লাহ আল নোমানের পরিবারকে সমবেদনা জানাতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের নেতৃবৃন্দ। 

আজ চট্টগ্রামে বিএনপির সমাবেশে আবদুল্লাহ আল নোমানের প্রধান বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল। সমাবেশটি স্থগিত করা হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল্লাহ আল নোমান। দ্বিতীয়বার ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS