শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

প্রকৃতি ও ফ্যাশনের মিশেলে রেনো১৩ সিরিজের স্মার্টফোন আনছে অপো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অপো, এবার বাংলাদেশের বাজারে ‘রেনো১৩ সিরিজ’ এর উন্মোচনের ঘোষণা দিয়েছে।  দেশে শিগগিরই উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন, যেখানে গ্রাহকদের জন্য অপেক্ষা করছে ফ্যাশন এবং প্রযুক্তির এক অবিশ্বাস্য মেলবন্ধন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে। প্রজাপতির ডানার মতো করে তৈরি বাটারফ্লাই শ্যাডো এবং লুমিনাস লুপ- এই দুটি ডিজাইনের মাধ্যমে নান্দনিকতা ও আবেগময় ভাব প্রকাশে ‘রেনো১৩ সিরিজ’ নতুন মানদণ্ড স্থাপন করেছে। এক নজরে দেখা যাক, কী নতুনত্ব থাকছে এই স্মার্টফোনে

বাটারফ্লাই শ্যাডো ডিজাইন: প্রকৃতি ও ফ্যাশনের সুনিপুণ মেলবন্ধন- প্রকৃতিতে রূপান্তর বিষয়ক সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলোর একটি হচ্ছে- প্রজাপতি, যেটিকে বাটারফ্লাই শ্যাডো ডিজাইন-এর অনুপ্রেরণা হিসেবে নেওয়া হয়েছে। এটি শুধুমাত্র দেখার মতো সৌন্দর্য-ই নয়, বরঞ্চ এই অলংকরণ প্রকৃতির গভীর অকৃত্রিম নান্দনিকতা, সাহসিকতা ও শহুরে জীবনের গতিময়তা ফুটিয়ে তোলে। এছাড়া- ‘লেজার ডিরেক্ট রাইটিং টেকনিক’ এর মাধ্যমে নিখুঁত এই নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এর ফলে ফোনটি নাড়াচাড়া করলে উড়ন্ত প্রজাপতির মতোই প্রতিবিম্ব পড়বে।

ফ্যাশন ও প্রযুক্তির নতুন চ্যাপ্টার- বর্তমান দুনিয়াতে ফ্যাশন ও প্রযুক্তি দুটোই খুব দ্রুত বদলাচ্ছে। ডিজাইন, প্রকৃতি ও আবেগের মিশেলে  ‘অপো রেনো১৩ সিরিজ’ নির্দ্বিধায় সবার সামনে উপস্থাপন করছে ভিন্ন কিছু। বাটারফ্লাই শ্যাডো এবং লুমিনাস লুপ শুধুমাত্র ফিচার নয়, এগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত আকাঙ্ক্ষার-ই যেন বহিঃপ্রকাশ।

প্রিমিয়াম ডিজাইন: ক্যামেরা ও ফ্রেমের নিখুঁত মিশেল- রেনো১৩ সিরিজ এর মাধ্যমে স্বকীয় ডিজাইন ভাবনার প্রতি অপোর দায়বদ্ধতা ও কারিগরি দক্ষতার বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। এটির ক্যামেরা মডিউল এবং ব্যাক ফ্রেম নিখুঁতভাবে একইসঙ্গে মিলে যায়, তাই এটি দেখতে দারুণ লাগে ও মোটেই অসমাঞ্জস্যপূর্ণ মনে হয় না। এবং এতে ডিভাইসটি আরো নান্দনিক হয়ে উঠে ও প্রকাশ পায় পরিশীলতা।

লুমিনাস লুপ: আবেগময় ডিজাইনে নতুন মাত্রা- লুমিনাস লুপ হচ্ছে ক্যামেরা মডিউলকে ঘিরে অভিনব সেল্ফ-ইলুমিনেটিং রিং, যা আবেগকেন্দ্রকি ডিজাইন এর চর্চায় রেনো১৩ সিরিজকে নতুন মাত্রায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। এটি শুধুমাত্র দেখার নান্দনিক কোন বিষয়ই নয় বরং ব্যবহারকারী ও ডিভাইসের মধ্যে শক্তিশালী, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিরও একটি উপকরণ। প্রাকৃতিক বায়োলুমিনেসেন্স থেকে অনুপ্রাণিত এই লুমিনাস লুপ রেনো১৩’ সিরিজ কে কেবল মাত্র একটি ফোনের চাইতে নিবিড় বিশেষ কিছু হিসেবেই প্রমাণ করতে পেরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS