মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে দুই দেশ একসঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তার উদ্ধৃতি দিয়ে সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা বলেন।
মুখপাত্র জানান, ‘প্রধান উপদেষ্টা তার দৃঢ় আস্থা ব্যক্ত করেছেন যে, দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে দুই দেশ কাজ করবে।’
প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমরা সেই বিশ্বাসের পুনরাবৃত্তি করছি এবং ডোনাল্ড ট্রাম্পকে তার নতুন মেয়াদ শুরু করার জন্য শুভ কামনা করছি।’
অভিশংসন, ফৌজদারি অভিযোগ ও হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সোমবার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে রিপাবলিকানরা ওয়াশিংটনের ঐক্যবদ্ধ নিয়ন্ত্রণ গ্রহণ করবে এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন রূপ দেওয়ার যাত্রা করবে।
৬ নভেম্বর ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, তিনি ঢাকা-ওয়াশিংটন অংশীদারত্ব আরও জোরদার এবং টেকসই উন্নয়ন জোরদারে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে একত্রে কাজ করার অপেক্ষায় রয়েছেন।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রধান উপদেষ্টা ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বার্তায় বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশ অংশীদারত্বের নতুন পথ সন্ধানের কাজ করার সম্ভাবনা অফুরন্ত।’
অধ্যাপক ইউনূস বলেন, ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করা এটাই প্রতিফলিত করে যে, তার নেতৃত্ব ও দূরদর্শিতা যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে অনুরণিত হয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সমৃদ্ধ হবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করতে থাকবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অসংখ্য ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ট্রাম্পের আগের মেয়াদে এই সম্পর্ক গভীর ও বৃদ্ধি পেয়েছে।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশের সরকার ও শান্তিকামী জনগণ সবার জন্য শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার প্রচেষ্টার অংশীদার ও সহযোগিতার অপেক্ষায় রয়েছে।’
মার্কিন জাতিকে নেতৃত্ব দেওয়ার এই স্মরণীয় যাত্রা শুরু করার সময় ট্রাম্পের সফলতা কামনা করেন ড. ইউনূস।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply