মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগ আয়োজন করতে যাচ্ছে মিডিয়া ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতায় নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্দেশ্যে স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজন করছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ২০২৫’। দশ দিনব্যাপী এই প্রতিযোগিতা ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

প্রতিযোগিতায় যারা সর্বোচ্চ মেধা ও দক্ষতার প্রদর্শন করতে পারবেন, তাদেরকে স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ৪ বছরব্যাপী অনার্স কোর্সে ১০০% পর্যন্ত স্কলারশিপে অধ্যয়নের সুযোগ দেয়া হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করলেই মেধা ও দক্ষতার ভিত্তিতে ১০% থেকে ১০০% পর্যন্ত ওয়েভারে ভর্তির সুযোগ থাকবে।

প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে। দেশের যেকোন অঞ্চল থেকে প্রতিযোগিরা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা হচ্ছে এমন কেউ যিনি এইচএসসি পাশ ও গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে আগ্রহী কিংবা মূল ধারার গণমাধ্যমে সাংবাদিক/মফস্বল সাংবাদিক হিসেবে কাজ করছেন।

নিউজ রিপোর্টিং, ডিজিটাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও প্রোডাকশন, ফটোগ্রাফি এবং সোশ্যাল মিডিয়া কৌশল ইত্যাদি বিষয়ের ওপর দক্ষতার ভিত্তিতে প্রতিযোগিদের স্কলারশিপ প্রদান করা হবে। যারা এই বিশেষ অফারে ভর্তি হবে তারা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ওয়েভার পাবেন না।

স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজের বিভাগীয় প্রধান মো. সামসুল ইসলাম বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লবের কারণে গণমাধ্যমের গতি ও প্রকৃতি প্রতিনিয়ত বদলে হচ্ছে, যার সর্বশেষ সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের  লক্ষ্য তরুণদের মধ্যে মিডিয়া ও কমিউনিকেশন দক্ষতা বাড়ানো, যা তাদের পেশাগত জীবনে সাহায্য করবে। এই ধরণের প্রতিযোগিতা আমাদের তরুণদের প্রতিভা তুলে ধরতে এবং ভবিষ্যতের প্রযুক্তির চ্যালেঞ্জ উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করতে সাহায্য করবে।”

বিস্তারিত তথ্য স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের সোশ্যাল মিডিয়া পেইজে পাওয়া যাবে। পরীক্ষায় অংশগ্রহণের লিংক: https://shorturl.at/GP6a1

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS