রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তৃতীয় প্রান্তিক প্রকাশ মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ কোহিনূর কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ ঢাকা ইন্সুরেন্সের প্রিমিয়ার লিজিং সাপ্তাহিক দরপতনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা: প্রায় ৪০ কোটি টাকার ব্যবসা, বিমান বাংলাদেশের ৩ কোটি টাকার টিকিট বিক্রি, প্রায় ৪০ হাজার দর্শনার্থীদের উপস্থিতি অষ্টগ্রামে বাঙ্গাল পাড়ায় নদী ভাঙনে বাড়িঘর ও বিদ্যুৎ লাইনের খুটি ঝুঁকির মুখে পড়েছে ঢাকাস্থ বগুড়াবাসীর মিলনমেলা অনুষ্ঠিত ভৈরবে নৌ পুলিশের অভিযানে ভারতীয় ৬০ বস্তা ফোসকা সহ আটক ৪ ব্লাকহেড জব্দ

জেনে নিন আজকের রাশিফল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

ভাগ্যরেখা অনুযায়ী দিনটি কেমন কাটবে তা জানতে চান অনেকেই। আজ মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫। এ দিনটি সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ: দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করতে ব্যস্ত থাকবেন। এ কারণে সন্তানের ওপর নজর দিতে পারবেন না। তাই সন্তানরা আপনার ওপর রেগে থাকতে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্নবান হন ও সতর্ক থাকুন। শারীরিক সমস্যার সম্মুখীন হবেন। আজ অর্থ লগ্নি করলে ভবিষ্যতে দ্বিগুণ লাভ হবে।
 
বৃষ: দিনটি আর্থিক দিক দিয়ে ভালো। চাকরিজীবীরা কাজে সাফল্য লাভ করবেন। নতুন সম্পর্ক গড়ে উঠবে। নতুন ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে পারে। আকস্মিক বড় অর্থ লাভ করতে পারেন। ফলে সন্তানের দায়িত্ব পূরণ করতে পারবেন। চাকরিজীবীরা বরিষ্ঠ সদস্যদের লাভজনক ডিল সম্পর্কে জানাতে পারেন। ফলে প্রসন্ন হবেন।
 
মিথুন: পরিবারের সুখ-শান্তি বজায় রাখার জন্য শত্রুর ষড়যন্ত্র বুঝতে হবে। তখন পরিবারে শান্তি বজায় রাখতে পারবেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে আর্থিক লাভ হতে পারে। এতে আপনার যশ ও কীর্তি বাড়বে। বুদ্ধিমত্তার দ্বারা যে সিদ্ধান্ত নেবেন, তাতে অবশ্যই সফল হবেন।
 
কর্কট: ছাত্রছাত্রীরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। কারণ এতে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসবেন। তবে তারা যাতে একে আপনার স্বার্থ না মনে করে। কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকলে মন প্রসন্ন হবে।

সিংহ: দিনটি ভালো সুযোগ নিয়ে আসবে। সরকারি চাকরিজীবীরা ছোটখাটো ব্যবসার পরিকল্পনা করে থাকলে সময় বের করতে পারেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। জীবনসঙ্গীর ওপর বিশ্বাস আরও গভীর হবে। বাবার স্বাস্থ্য দুর্বল হবে। ফলে সামান্য চিন্তিত থাকবেন।
 
কন্যা: দিনটি মাঝারি ফলদায়ী। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে ভালো খবর শুনতে পাবেন। আপনার মানসম্মান বৃদ্ধি পাবে। এখন যে কাজ করবেন, তা সার্থক হবে। প্রেম জীবনে নতুন প্রাণশক্তির সঞ্চার হবে। ছাত্রছাত্রীরা শিক্ষকের কাছ থেকে অধিক সহযোগিতা লাভ করবেন।
 
তুলা: অনাবশ্যক ব্যয় এড়িয়ে যেতে হবে। তা না হলে আর্থিক পরিস্থিতিতে গম্ভীর সংকট দেখা দিতে পারে। জীবনসঙ্গীর ভরপুর সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন। ব্যবসায় কোনো নতুন চুক্তি চূড়ান্ত করার জন্য ভাইদের পরামর্শ নিতে পারেন। ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।
 
বৃশ্চিক: শেয়ার বাজার ও লটারিতে অর্থ লগ্নি করলে লাভ হবে। তবে এ ক্ষেত্রে অন্যের পরামর্শ নেয়া থেকে বিরত থাকুন। প্রেম জীবনে বাধা তৈরি হলে তা এবার সমাপ্ত হবে। সন্তানের পক্ষ থেকে ইতিবাচক সংবাদ শুনতে পাবেন।

ধনু: আজ যে কাজ করবেন, তাতে অবশ্যই সফল হবেন। সফল হতে পারে সেই কাজ করার চেষ্টা করুন। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের কাছ থেকে উপহার পেতে পারেন। এতে সম্মান বাড়বে। সামাজিক দিক দিয়ে যে চেষ্টা করবেন তাতে সফল হবেন।
 
মকর: নারী কর্মকর্তার সহযোগিতা পেতে পারেন। পরিবারে মানসম্মান বাড়বে। কারও কাছ থেকে ঋণ চাইলে তা সহজে পেয়ে যাবেন। তবে অনাবশ্যক ব্যয় এড়িয়ে যান। ভাগ্য আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।
 
কুম্ভ: দুশ্চিন্তা বাড়তে পারে। হাতে একাধিক কাজ আসবে। এতে চিন্তিত হয়ে পড়বেন। মায়ের স্বাস্থ্যের কারণে চিন্তিত হয়ে পড়বেন। সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন। এর দ্বারা লাভ করতে পারবেন।

মীন: উপার্জনের ক্ষেত্রে চেষ্টা করলে সাফল্য লাভ করবেন। সন্ধ্যার দিকে বন্ধু বা আত্মীয়ের কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। ফলে মনে দুশ্চিন্তা সৃষ্টি হবে। তবে বাবার সাহায্যে নিজের সমস্যা সমাধান করতে পারবেন। মন খুলে লগ্নি করার সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS