ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ ও দুর্ভোগ কমাতে খুলে দেওয়া হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহা-সড়কের নবনির্মিত শফিপুর ও নাওজোর ফ্লাইওভার। এতে অন্যান্য বছরের তুলনায় এবার উত্তরবঙ্গগামী মানুষের যাতায়াত অনেকটা স্বস্তিদায়ক হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২৫ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরের নাওজোর ও কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওপর নির্মিত এ দুটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
ফ্লাইওভার দুটির ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে রেলিংয়ের কাজ এখনো শেষ হয়নি। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ২৩টি জেলার যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।
সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ ফ্লাইওভার দুটি খুলে দেওয়ায় ঈদে উত্তরবঙ্গগামী মানুষের যানজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে, ফলে যাত্রা নির্বিঘ্ন হবে।
ফ্লাইওভার প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উপ-ব্যবস্থাপক সাখাওয়াৎ হোসেন জানান, ঈদে ঘরে ফেরা মানুষের যেন ভোগান্তি না হয় সে জন্য খুলে দেওয়া হয়েছে এই ফ্লাইওভার দুইটি।
এবার আগের দুই বছরের তুলনায় বেশি মানুষ ঢাকার বাইরে ঈদ করতে যাবে। তাই প্রতিটি মহাসড়ক যানজটমুক্ত রাখতে নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply