ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে শনিবার (২১ ডিসেম্বর) সকালে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের
মিনা জেরাইসের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দুর্ঘটনায় আহত আরও ১৩ জনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি সাও পাওলো থেকে ছেড়েছিল এবং বাসে ৪৫ জন যাত্রী ছিলেন।
দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, ইতোমধ্যে সব ভুক্তভোগীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা উদ্ধার টিমকে জানিয়েছেন, বাসটির একটি চাকা ফেটে যায়। এর ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তবে অন্যরা বলেছেন, বাসটিতে একটি গ্রানাইট ব্লক আঘাত করে।
এ ছাড়া বাসটির সঙ্গে একটি গাড়িরও সংঘর্ষ হয়েছে। তবে গাড়িতে থাকা তিনজনই অক্ষত আছেন।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেছেন, আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি, দুর্ঘটনায় ৩০ জনের বেশি নিহতদের পরিবারের প্রতি আমার প্রার্থনা জানাচ্ছি।
ব্রাজিলের পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোয় ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply