বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

বিএসএমএমইউ’র নতুন প্রক্টর অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শেখ ফরহাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ বিএসএমএমইউ’র নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ। শনিবার ৩০ নভেম্বর ২০২৪ইং তারিখে বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ওই অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপতকালীন সময়ে ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের স্মারক নং-বিএসএমএমইউ/২০২৪/৭৪৫৪, তারিখে ২০/০৮/২০২৪খ্রি. মোতাবেক অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ কে প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধি ও হিসাব রক্ষণ পদ্ধতি সংক্রান্ত প্রবিধান ২০১৭ এর ৪১.২.৪১.৩ অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পারিতোষিক প্রাপ্যতা স্বাপেক্ষে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ কে মূল দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রক্টর এর দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ ২০/৮/২০২৪ থেকে কার্যকর হবে।

প্রক্টর নিয়োগ সংক্রান্ত নিয়োগপত্র শনিবার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, ডা. শেখ ফরহাদের হাতে তুলে দেন। এসময় অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মোঃ দেলোয়ার হোসেনসহ  চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শেখ ফরহাদ ২০০০ হাজার সালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর স্পোর্টস মেডিক্যাল কমিটির চেয়ারম্যান। তিনি ১৯৭২ সালে  ৭ মে জন্ম গ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ী মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার হাসারা গ্রামে। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ও মরহুমা ফিরোজা বেগমের ছেলে ডা. শেখ ফরহাদ ব্যক্তি জীবনে এক কন্যা সন্তানের পিতা। তাঁর কন্যা মাইসা মালিহা ফরহাদ যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং এ  অধ্যয়নরত এবং তাঁর সহধর্মিনী একই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আঞ্জুমান আরা অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS