লঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের বামপন্থি জোট আগাম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশনের আংশিক ফলাফল অনুযায়ী, বেশিরভাগ ব্যালট গণনা শেষে দিশানায়েকের জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ৬২ শতাংশ ভোট পেয়ে বিরোধী জোট সমাগি জনা বালাওয়েগয়া (এসজেবি) থেকে এগিয়ে রয়েছে।
এনপিপি এ পর্যন্ত ২২৫ সদস্যের পার্লামেন্টে ১৪১টি আসনে জয় লাভ করেছে। সাবেক প্রেসিডেন্ট রণসিংহ প্রেমাদাসার ছেলে সজিথ প্রেমাদাসার নেতৃত্বাধীন এসজেবি ৩৫টি আসনে জয় পায়। এ ছাড়া তামিল জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করা ইলাঙ্কাই তামিল আরাসু কাচ্চি সাতটি আসন লাভ করে এবং নিউ ডেমোক্রেটিক ফ্রন্ট তিনটি ও শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা দুটি আসন লাভ করে।
নির্বাচন কমিশনের তথ্যমতে গতকাল বৃহস্পতিবারের (১৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ। যদিও গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৮০ শতাংশ। এ নির্বাচনে জয় পান মার্ক্সবাদী অনূঢ়া কুমারা দিশানায়েকে। এরপর তিনি পার্লামেন্টে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আগাম নির্বাচন ঘোষণা করেন। এবার তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তার যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply