বলিউডের অন্যতম তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের রসায়ন দেখে ভক্তরা সবসময়েই মুগ্ধ হন। মাঝেমধ্যেই এই ‘পাওয়ার কাপলে’র দাম্পত্যজীবনের নানা দিক নিয়ে আলোচনায় মাতেন নেটিজেনরা। এবার ক্যাটরিনার প্রতি প্রেম জেগে ওঠার কারণ জানালেন ভিকি।
পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি কৌশল জানান, মানুষ হিসেবে বিনয়ী হওয়ার পাশাপাশি কাজের প্রতি ক্যাটরিনার নিষ্ঠা মুগ্ধ করেছে তাকে।
ভিকি জানান, ক্যাটরিনার সুপারস্টার তকমা নয় বরং তার উদার মন দেখেই তিনি মুগ্ধ। এই নিয়েই স্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ভিকি।
অভিনেতা বলেন, ‘আমি সব সময় স্ত্রীকে উৎসাহ জুগিয়ে যাব। তবে সুপারস্টার হওয়ার জন্য নয়। সুপারস্টার হওয়ার জন্য একটা বড় মনের দরকার হয়। সেটা ক্যাটরিনার আছে। তাই আমি ওকে এতটা ভালোবাসি। ভালো মন নিয়ে কীভাবে চলতে হয়, সেটাও আমি শিখি।’
এছাড়া ভিকি আরও বলেন, বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়েও কীভাবে সাধারণ জীবনযাপন করতে হয়, তা-ও নাকি ভিকি শিখেছেন ক্যাটরিনার কাছ থেকে।
জোয়া আখতারের বাড়িতে ভিকি-ক্যাটের প্রেমের সূত্রপাত। করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোর একটি পর্বে ক্যাটরিনা জানিয়েছিলেন— ভিকিকে তিনি সহ-অভিনেতা হিসাবে দেখতে চান। ভিকিকে তার সঙ্গে দেখতে ভালো লাগবে বলেও দাবি করেছিলেন অভিনেত্রী।
এরপর ২০২১ সালের ডিসেম্বরে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply