ইসরাইলের অপরাধযোজ্ঞ থামানোর জন্য মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইন্দোনেশিয়া, মিশর এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপের সময় এ আহ্বান জানান তিনি।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুজিনোর সাথে আলাপকালে আব্বাস আরাকচি বলেন, মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলি অপরাধযজ্ঞ থামানো ও ইসরাইলি কর্মকর্তাদেরকে বিচারের আওতায় আনতে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে আব্বাস আরাকচি এবং বদর আব্দুলআত্তি একমত হন যে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। তারা দুজনই একমত হন- বিশ্ব সম্প্রদায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা দেখতে চায়।
এছাড়া, কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান আলে সানির সাথে ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম দেশগুলো যৌথভাবে কতটা জোরদার প্রচেষ্টা চালাতে পারে তার ওপর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা নির্ভর করছে। গাজা ও লেবাননে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য বলেও দুই মন্ত্রী একমত হন।
ইসরাইল গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকা ও লেবাননে আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসছে। গত দুই মাস ধরে দখলদার বাহিনী লেবাননের ওপর আগ্রাসন জোরদার করেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply