পৃথিবীতে কেয়ামত বা ধ্বংসযজ্ঞের শুরু মধ্যপ্রাচেই শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যের পক্ষে প্রমাণ হিসেবে তিনি নবীদের কথা টেনেছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) মার্কিন পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে তিন ঘণ্টার দীর্ঘ সাক্ষাৎকার দেন রিপাবলিকান এই প্রার্থী।
ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প।
ইউটিউবে প্রকাশের একদিন পরই ‘জো রোগান এক্সপেরিয়েন্স’-শীর্ষ পডকাস্টে ট্রাম্পের বক্তব্য ২ কোটি ২০ লাখের বেশি মানুষ দেখেছেন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি বিশ্বাস করেন যে, অঞ্চলটি সম্পর্কে নবী এবং ভবিষ্যদ্বক্তারা যা বলে গেছেন তা ফলে যাবে। এ সময় তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যই সেই জায়গা যেখানে ‘পৃথিবী শেষ হয়ে যাবে।’
ট্রাম্প আরও বলেন, ‘আপনারা জানেন, এমন কিছু নবী আছেন যারা বলে গেছেন, কিয়ামতের শুরু হবে মধ্যপ্রাচ্যেই। আপনারা তা জানেন, তাই না?’
তিন ঘণ্টার এই আলোচনায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের সমালোচনা করেন। তার অভিযোগ, ইসরাইল-হামাস যুদ্ধের সময় তেল আবিবকে ‘কিছু না করার জন্য’ বলেছিলেন এই দুজন।
এরপরও ইসরাইল বাইডেনের কথা না শোনে যুদ্ধ চালিয়ে যাওয়ায় দেশটির প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘বাইডেন ইসরাইলকে বলেছিলেন যুদ্ধের সময় কিছু না করতে। আমার মনে হয়, তারা (ইসরাইল) যদি বাইডেনের কথা শুনত, তবে এখন তাদের মাথার ওপর একটা বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো।’
এ সময় ট্রাম্প আরও বলেন, ‘বাইডেন এত কিছুতে ভুল করেছেন। আমি মনে করি, এটাও বলতে হবে যে, তিনিও (কমলা হ্যারিস) ভুল করেছেন। কারণ, জানেন তো, তারা সব সময় একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন। ইসরাইল তার পরামর্শ অনুসরণ করেনি এটা ভালো বিষয়।’
এদিকে ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি হামলায় সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় হামলার পক্ষে সায় দেন ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথোপকথনের সময় ট্রাম্প বলেছেন, ‘গাজা ও লেবাননে তোমার যা করার তুমি তাই করো।’ এই কথোপকথন শুনেছেন এমন কয়েকজনের উদ্ধৃতি দিয়েছে ওয়াশিংটন পোস্ট।ট্রাম্প এর আগে জানিয়েছিলেন যে, তিনি অক্টোবরে নেতানিয়াহুর সঙ্গে কমপক্ষে দুবার কথা বলেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply