বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

শিক্ষায় বৈষম্য দূর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ২৬শে অক্টোবর ২০২৪ শনিবার বিকাল ২ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের উদ্যোগে ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মাদ সামছুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক জনাব মোঃ শাহাব উদ্দিন আহমেদ, দুধমুখা দরবার শরীফের পীর সাহেব মাওলানা লোকমান হোসাইন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মোঃ শহীদুল হক।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মোকামিয়া দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ (অব:) মাওলানা শাহ মাহমুদুল হাসান ফেরদৌস আল মাদানী, অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ মুফতি বদিউল আলম সরকার, অধ্যক্ষ মাওলানা মোঃ আবু হানিফ, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইজাহারুল হক , মুফতী মাওলানা ওসমান গণি সালেহী, ড. মোহাম্মদ হানিফ খান, ড. মোরশেদ আলম সালেহী, জনাব মোঃ জহিরুল ইসলাম, মাওলানা মোসলেহ উদ্দিন, ইবতেদায়ী স্তরের সংগঠনের দায়িত্বশীল- প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মাদ সামছুল আলম বলেন- শিক্ষায় বৈষম্য দূর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব, তিনি সর্বস্তরে ইসলামি শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।

ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান ও মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান সহ বক্তারা নিম্ন বর্ণিত দাবী পুরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান – অনতিবিলম্বে শিক্ষায় বৈষম্য দূর করতে হবে-যেমন: ১। বেসরকারী মাদরাসা, কলেজ, হাইস্কুল জাতীয়করণ করতে হবে। ২। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা বিগত ১৬ বছর থেকে মঞ্জুরীর বদ্ধ দ্বার খুলতে হবে, ৩। মঞ্জুরী প্রাপ্ত স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাসমূহকে জাতীয় করণের আওতাভুক্ত করতে হবে। ৪। অনতিবিলম্বে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা নীতিমালা বাস্তবায়ন করতে হবে। ৫। বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সরকারী শিক্ষক কর্মচারীদের সমপরিমান উৎসবভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দিতে হবে। ৬। মাদরাসার স্বকীয়তা ও যোগ্য আলেম তৈরীর লক্ষ্যে মাদরাসার জন্য আলাদা পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTBM) গঠন করতে হবে, ৭। মাদরাসার অনার্স ও মাস্টার্স কোর্সের জন্য শিক্ষক-কর্মচারী বরাদ্ধ ও এমপিওভূক্ত করতে হবে, ৮। মাদরাসা পাঠদানরত ২ শতাধিক এমফিল পিএইচ ডি ডিগ্রীধারীগণকে অভিজ্ঞতা শিথীল করে প্রশাসনিক পদে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠিত দপ্তরে পদায়ন করতে হবে, ৯। মাদরাসা বোর্ড, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, দেশের ৩টি সরকারী আলিয়া মাদরাসার সকল পদে মাদরাসা ও ইসলামি শিক্ষায় শিক্ষিতদের পদায়ন ও নিয়োগ দিতে হবে, ১০। এনটি আর সি এর নিবন্ধন পরীক্ষা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, ইসলামি শিক্ষায় অনার্স উত্তীর্নদের অংশ গ্রহনের সুযোগ দিতে হবে, ১১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কলেজে ইসলামিয়াত ও অনার্স কোর্স খোলার অনুমতি দিতে হবে, ১২। ইসলাম শিক্ষাকে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা,গার্হস্থ্য, অর্থনীতি, কারিগরিসহ সকল শাখায় আবশ্যিক বিষয় এর অন্তর্ভুক্ত করতে হবে। উচ্চ শিক্ষা পর্যায়ে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তথ্য-প্রযুক্তি, শিক্ষক প্রশিক্ষণ ও সরকারী উচ্চতর প্রশিক্ষণে এবং বিশ্ববিদ্যালয় সমূহের প্রতিটি বিভাগে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ১৩। শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে যোগ্য আলেমগণকে সম্পৃক্ত করে ইমান আকিদা ভিত্তিক ও বিজ্ঞান প্রযুক্তির সমন্বয়ে পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠ্যপুস্তক রচনা করতে হবে। ১৪। দেশের অবহেলিত ও বঞ্চিত ৩টি সরকারি আলিয়া মাদ্রাসাকে উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং দেশের প্রতি জেলা-উপজেলায় একটি করে মাদ্রাসা সরকারীকরণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS