স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা-৩ পলাশবাড়ী~সাদুল্লাপুর আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির ছোট ভাই বাংলাদেশ কৃষকলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুলকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পলাশবাড়ী উপজেলা পরিষদ গেট থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, পলাশবাড়ীর উপজেলার ৪নং বরিশাল ইউনিয়ানের রামপুর গ্রামের মন্টুর ছেলে রানা মিয়াকে বরিশাল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি দেয়ার কথা বলে ১০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা পাপুলকে আটক রেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে পাপুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পলাশবাড়ী থানার ওসি কেএম আজমিরুজ্জামান আটকের তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply