নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী বলেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে। তিনি বলেন, পতিত স্বৈরাচারের পতনের পরে সকল আবর্জনা পরিস্কার করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে সংস্কারের মাধ্যমে সঠিক স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগস্ট বিপ্লবের সুফল জনগণের কাছে পৌছে দিতে হবে। তিনি এ জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় ও যৌক্তিক সময় দেয়ার দাবি জানান।
গতকাল রাতে রাজধানীর পুস্পাদম রেস্টুরেন্টে বাংলাদেশ লেবার পার্টির ৫০তম প্রতিষ্ঠাবর্ষিকীর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএলডিপি’র নাজিম উদ্দিন আল আজাদ, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আহমেদ আলী কাশেমী, বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান এডভোকেট রেজাউল হক, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, জাতীয় লীগের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সবুজ আন্দোলনের সভাপতি বাপ্পি সরদার, সাংস্কৃতিক মুক্তি জোটের সভাপতি আবু লায়েস মুন্না, বাংলাদেশ কংগ্রেস মহাসচিব এডভোকেট ইয়ারুল ইসলাম, ঢাকা মহানগর জামায়াত নেতা শাহিন আহমেদ খান, আহসান হাবিব, স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রধান এডভোকেট আবু বকর সিদ্দিক, পল্টন যুবকল্যাণ পরিষদের সভাপতি সরদার আব্দুল কাদের, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান সুরুজ্জামান সুরুজ, নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, আইন সম্পাদক এড. আব্দুল আউয়াল গোলন্দাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, ছাত্র-মিশন সভাপতি শাকিল সরদার প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply