স্টাফ রিপোর্টার: টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন দেশের বরেণ্য শিল্প উদ্যোক্তা, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপার্স এর কো-চেয়ারম্যান, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ড. মো. সাদী-উজ-জামান।
ট্রাব’র উপদেষ্টা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ট্রাব কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাম মাহমুদ, ট্রাব ইউএসএ শাখার সভাপতি বেলাল আহমেদ, ট্রাব অস্ট্রেলিয়া শাখার সভাপতি প্রকৌশলী অর্ক হাসান, ট্রাব ইউএই শাখার সভাপতি মেহেদী হাসান, ট্রাব ইউরোপ শাখার সভাপতি মোঃ আবু তাহির, ট্রাব ভারত শাখার সভাপতি দেবাশীষ কোলে, ট্রাব কানাডা শাখার সভাপতি শহিদুল ইসলাম, ট্রাব সৌদি আরব শাখার সভাপতি সাগর চৌধুরী।
গত ৩০ মে ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও পদ্মা হলে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আবাসন শিল্পে অবদানের জন্য ড. মো. সাদী-উজ-জামান-কে গণকণ্ঠ সম্মাননায় ভূষিত করেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
সভাপতিত্ব করেন দৈনিক গণকণ্ঠ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। দেশ ও জাতির কল্যাণে নিরন্তর ছুটে চলা এই কর্মবীর আবাসন শিল্পের জীবন্ত কিংবদন্তি ড. মো. সাদী-উজ-জামান-কে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর উপদেষ্টা নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply