নিজস্ব প্রতিবেদকঃ তামাক কারখানায় পরিবেশ আইন প্রয়োগে সীমাবদ্ধতায় করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
পরিবেশ বাঁচাও আন্দোলন’র সভাপতি ডা লেনিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান।
জাতীয় প্রেসক্লাবের মাওলানা মো আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত উক্ত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ফরিদা আখতার, পরিবেশ বাঁচাও আন্দোলন এর সহ-সভাপতি হাফিজুর রহমান ময়না, পবা’র সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম তাহিন, বাংলাদেশ তামাক বিরোধী জোট’র ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ ও পরিবেশ বাঁচাও আন্দোলন’র কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সুজন সহ আরো অনেকে।
সভা সন্ঞ্চালনা করেন পরিবেশ বাঁচাও আন্দোলন’র সহ-সাধারণ সম্পাদক এম এ ওয়াহেদ রাসেল। আলোচনায় বক্তারা তামাকের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী ২০১৬ সালে ঘোষণা করেন যে ২০৪০ সাল হবে তামাক মুক্ত বাংলাদেশ অথচ ২০২৪ পরিবেশ সংরক্ষণ বিধিমালায় তামাক লাল ক্যাটাগরি থেকে উত্তরণ করে কমলা ক্যাটাগরিতে নিয়ে এসেছে।
বক্তারা আরো বলেন, সরকার যেখানে ২০৪০ সালে তামাকের ব্যাবহার বন্ধ করতে সচেষ্ট সেখানে তামাক কোম্পানীর পরিচালনা বোর্ডে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি সরকারের কর্মসূচীকে প্রশ্নবিদ্ধ করছে।’তামাক নিয়ন্ত্রণ ‘ আইনটি সংশোধনের মাধ্যমে আরো শক্তিশালী করার দাবী জানান হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply