মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

কিছু অনলাইন নিউজ পোর্টাল তদন্ত না করেই ভুয়া খবরে বিভ্রান্তি সৃষ্টি করছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সরকারের আইন রয়েছে সকল প্রাণির প্রতি সদয় আচরন এবং সকল প্রকার মৌলিক সুবিধা নিশ্চিত করন বিষয়ে। কিন্তু আমরা বহুদিন যাবত লক্ষ্য করে আসছি, কিছু অনলাইন নিউজ পোর্টাল তথ্য যাচাই বাছাই এবং ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় তদন্ত না করেই অনুমানের উপর ভিত্তি করে খবর প্রকাশ করছেন ও প্রতিকী ছবি ব্যবহার করছেন উল্লেখ না করেই যা মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

১৯ মে ২০২৪- এ ডিবিসি নিউজ অনলাইনে প্রকাশিত motibonews elicies/1326869, ও তার দেখাদেখি বাংলাভিষন অনলাইন নিউজ পোর্টালের (https//www.bnews24.com/country/news/144702) প্রতিবেদনে বলা হয় ৪০ বছর বয়সী ইজাজুল ইসলামকে ফজরের নামাজ পড়তে যাওয়ার। পড়ে ফেরার পথে একটি কুকুরের দল কামড়ে ছিন্নভিন্ন করে, দেহ থেকে নাড়িভুঁড়ি আলাদা করে ফেলে ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অথচ প্রতিবেদনে কোনো প্রত্যক্ষদর্শীর বিবরণ বা ময়নাতদন্তের রিপোর্ট বা পুলিশ কর্তৃক সুরৎহাল বিষয়ে কিছু বলা নেই। এছাড়া আরো লেখা হয় আশেপাশে কোনো বাড়ি না থাকায় তার ভাক/চিৎকার কেউ শুনতে পায়নি, কেউ কিছু দেখতেও পায়নি।

উক্ত বক্তব্যসমূহ পরস্পরবিরোধী। এটা নিশ্চিত যে মৃত ব্যক্তিকে কুকুর আক্রমণ করে মেরেছে বলার মত কোনো সাক্ষি বা তথ্যপ্রমাণ জানা না থাকা সত্ত্বেও উক্ত নিউজ পোর্টালগুলো এই খবর দিয়েছে যা সাংবাদিকতার নিয়মাবলীর সম্পূর্ণ পরিপন্থি। এছাড়া, এই অভিযোগের পক্ষে কোনো তদন্তের তথ্যও নেই। সঠিক নীতিমালার অভাবে এসব ভিত্তিহীন খবরের কারনে প্রতিনিয়ত অসহায় প্রাণিদের জীবন হুমকির মুখে পড়ছে। উপরে বর্ণিত খবর প্রকাশের পরে নূন্যতম ১৫টি অসহায় কুকুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং অসংখ্য কুকুর আহত অবস্থায় মৃত্যুর অপেক্ষায় পড়ে আছে।

যেখানে আমাদের দেশের সাধারন মানুষ একদমই প্রাণি বান্ধব নয় এবং প্রাণি কল্যানমূলক কার্যক্রমের ক্ষেত্রে আমাদের দেশ অন্যান্য দেশের থেকে অনেক বেশি পিছিয়ে, সেখানে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন খবরের প্রেক্ষিতে এই হেন ফলাফলের সায় কারা নেবে সেটা আমাদের প্রশ্ন। এই ধরনের উটকো খবর করার নির্মম পরিনতি এই অসহায় কুকুরগুলোকে তাদের প্রান দিয়ে দিতে হয়েছে। ন্যূনতম মানবিক অধিকার সমুহ লংঘিত হচ্ছে।

এই খবর দায়িত্বহীন সাংবাদিকতার এক উদাহরণ, যা অনুমানের ভিত্তিতে করা হয়েছে। এমন প্রতিবেদন প্রকাশনা জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্য প্রণোদিত কার্যক্রম ছাড়া কিছুই না। কেউ প্রাণি পছন্দ না করুক, তার জীবন অকারনে ঝুঁকিতে ফেলার অধিকার কারো নেই। উক্ত সংবাদের মাধ্যমে ডিবিসি নিউজ এবং বাংলাভিষন অনলাইন নিউজ পোর্টালের খ্যাতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে যা কমেন্ট সেকশন দেখে বোঝা যায় (সংযুক্ত)। সংবেদনশীল ও বুদ্ধিমত্তা বিশিষ্ট যে কোনো মানুষ বুঝবে কুকুরের মানুষের পেট থেকে নাড়িভুঁড়ি বের করার ক্ষমতা নেই এবং অন্য বন্য প্রাণীও হওয়ার সম্ভাবনা থেকে যায়, যেহেতু জায়গাটায় কোনো জনবসতি নেই। পূর্ব শত্রুতার জের, ছিনতাই ইত্যাদি কারনে ধারালো অস্ত্র ব্যবহার করেও এই কাজ করা হতে পারে যা নিয়ে কোনো যথাযথ পুলিশী তদন্ত বা ময়না তদন্ত করা হয় নি। কেউ কিছু দেখেনি, শোনেনি, এমতাবস্থায় উক্ত প্রকাশনা বাংলাদেশের অসহায় কুকুরের প্রতি অযাচিত ভয়, শত্রুতা এবং হিংস্রতা সৃষ্টি করেছে ও এই প্রাণীদের প্রতি নির্যাতন বাড়িয়ে তুলেছে যা প্রাণীকল্যাণ আইন, ২০১৯ এর সম্পূর্ণ পরিপন্থী।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, আমি সম্পূর্ণ তদন্ত করে সঠিক খবর প্রকাশ করার আবেদন জানাচ্ছি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে একটি পূর্ণাঙ্গ তদন্ত এবং ময়নাতদন্ত করা উচিত ও কমপক্ষ্যে পুলিশের সুরতহাল রিপোর্টের তথ্যসুত্রে সংবাদ প্রকাশ বা প্রত্যক্ষদর্শীর বিবরণ সহ সংশোধনী প্রকাশ করা উচিত। তথ্য অধিকার আইনে যথাযথ কর্তৃপক্ষের থেকে তথ্য সংগ্রহ করত, মিথ্যা সংবাদ প্রকাশনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখানে সুযোগ রয়েছে।

আমার মূল লক্ষ্য সকল প্রেস সদস্যকে সচেতন করা, যাতে প্রাণিদের নিয়ে খবর করার সময় তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন। মানুষ নিজের পক্ষে কথা বলতে পাবে, প্রাণিরা পারে না। তাদের ক্ষমতা নেই নিজেদের হয়ে কাউকে কিছু বলার অথবা কিছু করার। তাদের হত্যা করা বাংলাদেশে খুব সহজ ব্যাপার যার পেছনে ইন্ধন দিচ্ছে এ ধরনের ভিত্তিহীন খবরগুলো। হিংস্র মানুষেরা এসব খবর অজুহাত হিসেবে ব্যবহার করছে অসহায় প্রাণিদের হত্যা করার জন্য (সংযুক্ত)।

এই ধরনের অবিবেচক সাংবাদিকতার প্রতিবাদ জানাতে আগামি ২০ মে. বৃহস্পতিবার, সকাল ১১:৩০ মিনিটে আমি এবং অন্যান্য প্রাণি প্রেমীরা প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করবো। উক্ত বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনার সহযোগিত কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS