মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মাধবপুরে আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আজিজুর রহমান জয়-কে পুলিশে দিল ছাত্রজনতা স্বাধীনতা থেকে জুলাই চেতনার পালাবদল পেয়েছে: মোমিন মেহেদী আসন্ন নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ‘দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনলাইন পেমেন্ট সেবার চুক্তি অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরা: মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু কেন্দ্রীয় নির্দেশনা ব্যতিত কর্মসূচি পালনের ক্ষেত্রে জেলা ও মহানগর যুবদলের জন্য সতর্কবার্তা রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল সেনসেশন হামজা চৌধুরী চুয়াডাঙ্গায় আইনজীবী সমিতির সংবর্ধনা সভায় নবাগত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম আলমডাঙ্গার জেহালায় সার বিতরণে বিশৃঙ্খলা: অসাধু মহলের চাপ ও ষড়যন্ত্রের শিকার ডিলার উম্বাদ আলী জোয়ার্দার মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ

বিশ্ব বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড়ের ১৯তম জাতীয় সেমিনারের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল  বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড়ের ‘১৯তম জাতীয় সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১শে মে, ২০২৪ শুক্রবার, সকাল ৮ টায় বায়তুল মোকাররম সংলগ্ন দৈনিক বাংলার মোড়ে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে’।

বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগের স্থায়ী চিকিৎসার দিশারী সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর উদ্যোগে অনুষ্ঠিতব্য এই সেমিনার সফল করার লক্ষ্যে- গতকাল ৩০ এপ্রিল, সন্ধ্যায় সাওল হার্ট সেন্টারের ‘কাজল মিলনায়তন-এ অনুষ্ঠিত সভায় সাওল চিকিৎসা পদ্ধতিতে হৃদরোগ মুক্ত সাবেক এমপি নূরুল ইসলাম মনিকে আহ্বায়ক এবং আরবান হেলথের সাবেক পিডি আব্দুল হাকিম মজুমদারকে যুগ্ম আহবায়ক নির্বাচন করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটিঃ

আহ্বায়কঃ নূরুল ইসলাম মনি, সাবেক সাংসদ
যুগ্ম আহ্বায়কঃ আব্দুল হাকিম মজুমদার, সাবেক পিডি, আরবান হেলথ।

সদস্যঃ
ম. হামিদ- সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শেখ হাফিজুর রহমান- সদস্য সচিব, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, আখতারুজ্জামান- এমপি, ডাঃ কাজী কামরুজ্জামান- চেয়ারম্যান কমিউনিটি হসপিটাল, ডিডি ঘোষাল- সিনিয়র বিজনেস কনসালটেন্ট, আবু সাঈদ খান- সিনিয়র সাংবাদিক, মেজর জেনারেল (অব) ডাঃ বিজয় কুমার সরকার- সাবেক চীফ সার্জন সিএমএইচ, ডাঃ মুশতাক হোসেন- জনস্বাস্থ্য বিশারদ, প্রফেসর ড. সলিমুল্লাহ খান-লেখক-গবেষক, প্রফেসর আখতারুজ্জামান- পুষ্টি বিজ্ঞানী, ঢাবি, মোহাম্মদ ইকবাল- সাবেক চেয়ারম্যান বিসিআইসি, মোঃ আব্দুল ওয়াজেদ- সাবেক অতিরিক্ত সচিব, ডাঃ আবু জামিল ফয়সাল-জনস্বাস্থ্য বিশারদ, ডাঃ মাহবুবুর রহমান চৌধুরী- চক্ষু বিশেষজ্ঞ, কবি ও কথাশিল্পী ঝর্না রহমান, লেখক হোসেন আব্দুল মান্নান- সাবেক সচিব, শেখ শামীম কামাল লাবু- ব্যবসায়ী, শিল্পী দীনবন্ধু দাস, কামাল উদ্দিন আহমেদ- ব্যবসায়ী, বাদল খান- শ্রমিক নেতা, বাহারুল ইসলাম সবুজ- ব্যবসায়ী, দিদারুল আলম-ব্যবসায়ী, গোলাম সারোয়ার- উপজেলা চেয়ারম্যান, এস.এম লুৎফর রহমান- ব্যবসায়ী, শাহাবুদ্দিন আহমেদ- সাবেক অতিরিক্ত সচিব, আহসানুল হক চৌধুরী সেলিম- সাবেক ভিপি মার্কেন্টাইল ব্যাংক, তোহা মুরাদ- ব্যবসায়ী, কে এম কামাল-ব্যবসায়ী, মনোয়ার হোসেন পাঠান- সভাপতি-টেলিপ্যাব, মাহমুদ আলী মুন্না- বিজনেস কনসালটেন্ট, অ্যাড. প্রবীর রঞ্জন দাস, প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক, নূরুন নবী সোহেল-সমাজকর্মী, অ্যাডঃ গোলাম মোস্তফা শাহীন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল, মোশাহেদ তালুকদার আলাল- ব্যবসায়ী, ডাঃ শামীম তালুকদার-জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ডাঃ জহিরুল হক কচি- জনস্বাস্থ্য বিশারদ, এরশাদুল হক টিংকু- ব্যবসায়ী, আমিনুল ইসলাম বাদশা- ব্যবসায়ী, খুজিস্তা নূর-ই-নাহারিন মুন্নি- সম্পাদক,পূর্ব পশ্চিম, অ্যাড. সোহেলী পারভীন ইতি, সেরনিয়াবাদ- কর্মকর্তা, এনএসসি, সাখাওয়াত হোসেন লিখন- সমাজকর্মী, নুরুন্নবী সোহেল- সমাজকর্মী, মোশারফ হোসেন মন্টু- ব্যবসায়ী, কামাল পাটোয়ারী- ব্যবসায়ী, নজরুল ইসলাম জনি-ব্যবসায়ী, রফিকুল ইসলাম রুবেল- সমাজকর্মী, কবি রোকন জহুর, মিসেস রাইসিন গাজী- সমাজকর্মী।
সমন্বায়কঃ মোহন রায়হান।

সভায় উপস্থিত সদস্যরা স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সেমিনার সফল করার জন্য পরস্পর মত বিনিময় করেন। আগামী ৫ মে, সকাল ১১ টায়, সাওল হার্ট সেন্টারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেমিনারের বিস্তারিত কর্মসূচি তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS