সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ আমদানী পর্যায়ে সংগৃহিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে করদাতার ই-রিটার্ন ক্রেডিট দেয়ার ব্যবস্থা চালু হলো কিশোরগঞ্জে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত হচ্ছে পাঠদান পুঁজিবাজার সংস্কারের তিন ভিত্তি ২০২৫ সালের মধ্যেই সম্পন্ন: বিএসইসি চেয়ারম্যান বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংকের টিডিএফ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বীরগঞ্জের চাঞ্চল্যকর দানিউল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, হত্যাকারী স্ত্রী সহ ৩ জন ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

হবিগঞ্জে নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ

লিটন পাঠান
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৮৭ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের একটি গ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ওঠেছে। স্বামীর সাথে বিচ্ছেদ হওয়া এক সন্তানের জননী এই অভিযোগে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত সোমবার মামলা দায়ের করেন।

মামলায় হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের আনর মিয়ার ছেলে লিটন মিয়াকে আসামী করা হয়। মামলার বাদী ও তার পরিবার সূত্রে জানা যায় প্রায় ৫ বছর পূর্বে এক কন্যা সন্তানের জন্মের পর স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় মামলার বাদির। এরপর নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের একটি গ্রামে বাবার বাড়িতে থাকাকালীন মৎস্য খামারে রান্নার জন্য তাকে নিয়োগ করেন লিটন মিয়া। ধীরে ধীরে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বিয়ের প্রলোভনে একাধিকবার লিটন মিয়ার কাছে ধর্ষণের শিকার হন ২৬ বছর বয়সী ওই তরুণী।

সর্বশেষ গত ৩ মার্চ বাদীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তরুণীর ঘরে প্রবেশ করেন লিটন। এসময় বাদী বিয়ে করার জন্য চাপ দিলেও লিটন তাকে আবারও বিয়ের কথা বলে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় তরুণীর শোরচিৎকারে লোকজন এসে লিটনকে আটক করেন। লিটনকে পুলিশে দিতে চাইলে সে বিয়ের আশ্বাস দিয়ে সটকে পড়েন। এরপর নিরূপায় হয়ে ওই তরুণী প্রথমে নবীগঞ্জ হাসপাতাল ও পরে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি’র অধীনে দুইদিন ভর্তি ছিলেন। এরপর আদালতে মামলা দায়ের করা হয়।

বর্তমানে লিটন মিয়া পলাতক রয়েছেন বলে বাদীর পরিবার জানিয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীন জানানো হয় বাদীর পরিবারের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS