
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের একটি গ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ওঠেছে। স্বামীর সাথে বিচ্ছেদ হওয়া এক সন্তানের জননী এই অভিযোগে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত সোমবার মামলা দায়ের করেন।
মামলায় হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের আনর মিয়ার ছেলে লিটন মিয়াকে আসামী করা হয়। মামলার বাদী ও তার পরিবার সূত্রে জানা যায় প্রায় ৫ বছর পূর্বে এক কন্যা সন্তানের জন্মের পর স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় মামলার বাদির। এরপর নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের একটি গ্রামে বাবার বাড়িতে থাকাকালীন মৎস্য খামারে রান্নার জন্য তাকে নিয়োগ করেন লিটন মিয়া। ধীরে ধীরে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বিয়ের প্রলোভনে একাধিকবার লিটন মিয়ার কাছে ধর্ষণের শিকার হন ২৬ বছর বয়সী ওই তরুণী।
সর্বশেষ গত ৩ মার্চ বাদীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তরুণীর ঘরে প্রবেশ করেন লিটন। এসময় বাদী বিয়ে করার জন্য চাপ দিলেও লিটন তাকে আবারও বিয়ের কথা বলে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় তরুণীর শোরচিৎকারে লোকজন এসে লিটনকে আটক করেন। লিটনকে পুলিশে দিতে চাইলে সে বিয়ের আশ্বাস দিয়ে সটকে পড়েন। এরপর নিরূপায় হয়ে ওই তরুণী প্রথমে নবীগঞ্জ হাসপাতাল ও পরে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি’র অধীনে দুইদিন ভর্তি ছিলেন। এরপর আদালতে মামলা দায়ের করা হয়।
বর্তমানে লিটন মিয়া পলাতক রয়েছেন বলে বাদীর পরিবার জানিয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীন জানানো হয় বাদীর পরিবারের পক্ষ থেকে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved