 
																
								
                                    
									
                                 
							
							 
                    নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শুধু একটি ইউনিয়ন নয় উপজেলার সর্বস্তরের জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চান তাজওয়ার মোহাম্মদ ফাহিম নাইন্টি।
তাজওয়ার মোহাম্মদ ফাহিম নাইন্টি সাবেক এম পি মরহুম মোস্তাফিজুর রহমান ফিজুর ছোট ছেলে, মানবতার ফেরিওয়ালা, উন্নয়নের কান্ডারী, জননেতা এম পি শিবলী সাদিকের ছোট ভাই। উপজেলার তিনি এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান।
তাজওয়ার মোহাম্মদ ফাহিম নাইন্টি বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত তাই রাজনীতি এবং জনগণের সেবা করা আমার রক্তের সাথে মিশে আছে। আমার বাবা জনপ্রতিনিধি ছিলেন এবং আমার ভাই জনপ্রতিনিধি হয়ে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন বিধায় আমি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। আমি নির্বাচিত হলে উপজেলায় স্থানীয় সরকার বিভাগের বরাদ্দকৃত সকল উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিব। মাদক ও সামাজিক অবক্ষয় রোধে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নবাবগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী উপজেলায় রূপান্তরিত করব। এর জন্য উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

 
                                 
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply