জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ছয় দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে অস্ত্র ও যুদ্ধের পেছেনে অর্থ খরচ না করে তা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ শহরে শুরু হয়েছে তিনদিনব্যাপী মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। চলবে রোববার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিউনিখ পৌঁছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেলে হোটেল বেয়েরিশার হফের কনফারেন্স হলে কনফারেন্স চেয়ারের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য উপস্থাপনকালে যোগ দেন তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply