নিজস্ব ডেস্ক: প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের প্রতি,যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়েছেন।
শুকরিয়া ও আলহামদুলিল্লাহ,
গতকালকে ছিলো আমার জম্মদিন!
আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ …. ” মো: রেজাউল ইসলাম শাফি ” আমি সবার কাছে দোয়া চাই। আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি।
প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার কাছে ও তাই তেমনই।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি
গত (০১ফেব্রুয়ারি) বৃহস্পতিবার আমার জম্মদিন উপলক্ষে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ইমো ও মুঠোফোনে কল করে এবং বিভিন্ন ভাবে যোগাযোগ করে আমার জম্মদিনে উইশ করে, আমার জন্য যারা দোয়া ও ভালোবাসা দিয়ে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।
আমার অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিরাম ভালোবাস।
আপনাদের সকলের ভালোবাসা ও আন্তরিকতা সকলের ভালোবাসা আর আন্তরিকতা আজ আমাকে আগামী পথ চলার প্রেরণা যুগিয়েছে।
আমি বুঝতে পেরেছি, আমার অগোচরে আমাকে ভালোবাসে অনেক মানুষ রয়েছেন।
আমি কৃতজ্ঞ সকলের প্রতি,সবার ভালোবাসায় আমি সিক্ত।
ধন্যবাদ সবাইকে, অভিরাম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি। যে যেখানে যে অবস্হায় আছেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন,আল্লাহ কাছে এই প্রার্থনা করি। সবার প্রতি রইলো শুভ কামনা।
*পরিশেষে সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি….আল্লাহ হাফেজ❤️
সাংবাদিক……
ইমন মাহমুদ লিটন
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply