গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: বিট পুলিশিং এর শ্লোগান হলো ‘আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন’ ও ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’।
সিলেটের গোয়াইনঘাটে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে বুধবার (২৭ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট থানা পুলিশের আয়োজনে বল্লাঘাট পিকনিক সেন্টারে বিট-পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাট থানা ওসি তদন্ত মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ সার্কেল এ এসপি সাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর উপকমিটির ধর্ম বিষয়ক সদস্য ইমরান হোসেন সুমন, পূব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন,জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন সমবায় সমিতির সভাপতি মোঃ সিরাজ মিয়া, জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হোসেন মিয়া, ইউপি সদস্য ইব্রাহিম মিয়া, ওমর ফারুক, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি মোঃ রুবেল আহমদ, লাখেরপাড় সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সদস্য ফখরুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এএসপি সাহিদুর রহমান বলেন, অপরাধ ও অপরাধীদের সাথে আমাদের কোন সখ্যতা নেই। মাদক, জুয়া,গরু চুরি, ছিনতাই, ইভটিজিং, ডাকাতি, সাইবার বোলিংসহ সমাজে সৃষ্ট সব ধরনের অপরাধ দমনে পুলিশ সব সময় আন্তরিকভাবে কাজ করে আসছে। সামাজিক শৃঙ্খলা বজায় রক্ষার্থে এবং জনগণের সার্বিক নিরাপাত্তা ব্যবস্থা জোরদার কল্পে পুলিশ জেলা পুলিশ নির্দেশিত ছকে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সেবা কার্যক্রম চলমান রয়েছে এবং ইউনিয়নের নাগরিকরা যাতে সহজে পুলিশিং সেবা গ্রহণ করতে পারে আমরা সেই লক্ষে কাজ করছি।
এসময় গোয়াইনঘাট থানা এস আই এমরুল কবিরের সঞ্চালনায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply