স্টাফ রিপোটারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে প্রার্থী হিসেবে বৈধতা পেলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার।
আপিলে আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) কমিশন মাসুমা আখতারের প্রার্থীতা ফিরে পান। এর আগে গতকাল সোমবার কমিশন শাহ সারোয়ার কবীবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।
গত বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তারা। সহকারি রির্টানিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাইয়ে শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষরে ক্রটিরে কারণে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। পরে দুইজনই নির্বাচন কমিশনে আপিল করেন।
প্রার্থী হবার বিষয়ে শাহ সারোয়ার কবীর বলেন, দল এবার প্রার্থী হবার বিষয়টি উন্মুক্ত করে দিয়েছে। তাই আমরা স্বামী-স্ত্রী প্রার্থী হয়েছি।
স্বামী ও স্ত্রী ছাড়াও এ আসনে আরও পাঁচজন মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত পরপর তিনবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, জাতীয় পার্টির জেলা জাপার আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আবদুর রশীদ সরকার, জাসদের জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ, জাকের পার্টির জহুরুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply