আবারও ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। রোববার (৫ নভেম্বর) ভোরে এ ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬।
নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার দূরে ও ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এর আগে শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নেপালে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ১৫৭ জনের মৃত্যু হয়।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে দিল্লি এবং আশপাশের শহরগুলোতে শক্তিশালী কম্পন অনুভূত হয়। দিল্লির বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় ঝুলন্ত ঝাড়বাতি এবং পাখার নড়ে ওঠার ভিডিও পোস্ট করে। এতে বোঝা যায় ভূমিকম্প কতটা শক্তিশালী ছিল।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা রামা আচার্য বলেছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে। তাদের ১০৫ জন জাজারকোট ও ৫২ জন রুকুমের বাসিন্দা।
তিব্বতীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের ভাঁজে নেপালের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০১৫ সালের ২৫ এপ্রিল পোখারা ও কাঠমান্ডুর মধ্যে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ৮ হাজার ৯৬৪ জনের প্রাণহানি ঘটেছিল। আহত হয়েছিলেন ২২ হাজার মানুষ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply