নিজস্ব প্রতিবেদক: দেশের বিমা খাতের সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫২ বিমা কোম্পানিসহ বেসরকারি খাতের ৭৯ লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানিকে। আগামী মঙ্গলবার (২১ ডিসেম্বর) উন্নয়ন প্রকল্পটির বাস্তবায়ন তদারক কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।
আইডিআরএ সূত্রে জানা যায়, বিমা খাতের উন্নয়নে ২০১৮ সালে ৬৩২ কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে সেই প্রকল্পে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনকে আনা হয়। বিমা খাতের কেবল সরকারি প্রতিষ্ঠানগুলোকে এনে বিশাল এই খাতের উন্নয়ন সম্ভন নয়–বিষয়টি অনুধাবন করে তিন বছর পর এবার বেসরকারি খাতের ৭৯টি লাইফ ও নন-লাইফ কোম্পানিকেও অর্ন্তভুক্ত করা হচ্ছে।
উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে আইডিআরএ। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার উন্নয়ন প্রকল্পটি তদারক কমিটির সভাপতি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply