আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস নারী রাইডারদের নিয়ে আয়োজন করেছিল “ব্রেক দ্যা লিমিট” র্যালির।
রাইডারদের সুবিধার্থে প্রোগ্রামটি শুক্রবার (১১ মার্চ) রানারের হেড অফিসে র্যালিটির আয়োজন করা হয়।ব্যক্তিগত যানবাহন হিসেবে মোটরসাইকেল ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন অনেক নারী। তাদের এগিয়ে যাওয়ার সাহসিকতা ও অনুপ্রেরণাকে সমর্থন জানায় রানার।
নারীদের ব্যক্তিগত যানবাহন ব্যাবহারে উৎসাহিত করতে ও নিরাপদ সড়ক গড়তে রানারের এই র্যালির আয়োজন। আয়োজনের অংশ হিসেবে ছিল র্যালি, ফ্রি সার্ভিসিং সুবিধা ও উপহার। বর্তমানে রানারের স্কুটি ১১০, কাইট+ সহ আরও কিছু মোটরসাইকেল নারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply