নিজস্ব প্রতিবেদকঃ আজ ৯ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে সংস্কার নয় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সংসদ ভেঙ্গে দিয়ে পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা, দ্রব্যমূল্যের দাম কমানো, লুটপাট দুর্নীতি অর্থ পাচার বন্ধ ও দায়ীদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডা. এম এ সামাদ।
সভাপতির বক্তব্য তিনি বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি এক্ট ২০২৩ প্রনয়ণের মাধ্যমে জনগণের সাথে চরম প্রতারণা করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের নামে সরকার জনগনের সাথে তামাশা করছে। ডিজিটাল নিরাপত্তা আইনের কোন ধারাই বাতিল করা হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের সকল ধারাই সাইবার সিকিউরিটি এক্টে তো থাকছেই উপরন্তু প্রস্তাবিত নতুন আইনে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। যা বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের হয়রানি এবং বিরোধী মত দমনে, মুক্ত চিন্তা ও মত প্রকাশকে বাধাগ্রস্ত করবে। সরকার কৌশলে এই আইনকে আরও ভয়ংকর করে তুলেছে।
কমরেড সামাদ আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন—২০১৮ বাতিল না করে নাম বদল করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট—২০২৩ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসন কে দীর্ঘায়িত করার নীল নকশা এবং এটা নতুন বোতলে পুরোনো মদ চালানোর হীন প্রচেষ্টা। জনগনের সাথে প্রতারনার শামিল। দেশবাসী নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন পুরো বাতিল চায়। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল কালাকানুন বাতিলের জন্য সরকারের প্রতি দাবি জানাই। অবৈধ ফ্যাসিবাদ গণবিরোধী সরকারের ষড়যন্ত্র মোকাবিলা করে ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল নিবর্তনমূলক কালাকানুন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য সকলকে রাজপথের আন্দোলনে শরীক হওয়ার জন্য আহ্বান জানাই।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি আরো বলেন, ডেঙ্গুতে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, হাসপাতালে ডেঙ্গু আক্রান্তরা চিকিৎসা পাচ্ছে না। ডেঙ্গু আক্রান্তদের ফ্রি চিকিৎসা দিতে হবে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ ও লুটপাটকারীদের অবিলম্বে আইনের আওতায় আনুন। অর্থ পাচারকারীদের গ্রেফতার ও পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে। নিত্যপণ্য প্রতিটি জিনিসের দাম আজ জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে। সিন্ডিকেট করে কালোবাজারি করে সরকারের ছত্রছায়ায় লুটপাট চলছে। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, সংসদ ভেঙ্গে দিয়ে পদত্যাগ করুন। দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। ভোট ডাকাতি করে আবারও রাষ্ট্র ক্ষমতা দখলের চিন্তা বাদ দিন। দেশের জনগন এমনকি বিশ্ববাসীও আপনাদের আর চায় না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির সহ—সাধারন সম্পাদক কমরেড তালিবুল ইসলাম, নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সামসুল হক সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোস্তফা বিন খালিদ, প্রচার সম্পাদক কমরেড তারেক ইসলাম বিডি, ঢাকা দক্ষিণের সভাপতি কমরেড আলাউদ্দীন ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিন করে। পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply