নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র উদ্যোগে বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র সভাপতি কে এম আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এনডিপি মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, যুগ্ম-মহাসচিব হাসানুজ্জামান সুমন।
সভায় এনডিপি সভাপতি কে এম আবু তাহের বলেন, এই সরকার দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাসহ সকল কিছু ধ্বংস করে দিয়েছে। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠায় রাস্তায় নেমেছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন থামবেনা। এইদেশে বেগম জিয়ার নেতৃত্বেই ভবিষ্যত উন্নয়ন হবে। তিনি বলেন, ২০১৪ সালের বেগম জিয়া বলেছিলেন, সকল মানুষকে বিশ্বাস করা যায় কিন্তু শেখ হাসিনাকে বিশ্বাস করা যায় না। আজ প্রমাণ হয়েছে বেগম জিয়া সঠিক কথা বলেছিলেন।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেন, আমরা এখন গণতন্ত্র তথা মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করছি। আপনারা জানেন এই ভোটাধিকার আন্দোলনের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া ২০০৭ সাল থেকে আন্দোলন করে যাচ্ছেন। তাদের একজন জেলে আরেকজন এখন নির্বাসিত। আমরা আশা করি এদেশের জনগন তাদের এই ত্যাগকে ২০২৪ সালের নির্বাচনে মূল্যায়ন করবেন।
এই সরকার যদি জনগণের দাবি মেনে সংবিধান সংশোধন করে পদত্যাগ না করেন তবে এই সরকার, ফ্যাসিস্ট সরকার হিসাবে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য নোবেল পুরস্কার পাবেন ইনশা আল্লাহ!
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে ২৯শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত ক্ষমতায় থাকুন, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনাকে সম্মান দেয়া হবে কিন্তু যদি আপনার দাম্ভিকতার জন্য কোনও মানুষের ক্ষতি হয় তবে মানুষ বিশ্বাস করবে আপনি জনগণের নেতা নয় আপনি দুর্নীতিবাজ লুটেরাদের নেতা, ১৪ দল আর ৫৮ দলীয় সম্মিলিত জোট দিয়েও আপনি আর ক্ষমতায় থাকতে পারবেন না।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply