নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে নির্বাহী পরিষদ সদস্য, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক তালুকদার এএইচএম নূরুল মোমেনকে (তালুকদার রুমি) গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র নেতৃবৃন্দ।
(বৃহস্পতিবার) এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে তালুকদার রুমির মুক্তি দাবি করেন।
বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বিবৃতিতে বলেন, তালুকদার রুমি একজন সংবাদ কর্মী হিসেবে সংবাদ সংগ্রহের উদ্দেশে একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নেন। দুর্ভাগ্যজনকভাবে বাংলা কলেজের সামনে সহিংসতার ঘটনায় অন্যদের সাথে তাকেও ওই মামলায় আসামী করা হয়।
বুধবার রাত একটায় তার কাফরুলের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তালুকদার রুমিকে মুক্তি দেয়া না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে রাজপথে নামতে বাধয হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply