নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৯ জুলাই ২০২৩ সংবিধানে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে বর্তমান সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে মালিবাগ মোড় থেকে বিজয়নগর পানির ট্যাংকি পর্যন্ত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পদযাত্রা পূর্ব সমাবেশে এনডিপি সভাপতি কে এম আবু তাহের বলেন, এই সরকার একটি ফ্যাসিস্ট জালিম সরকার, এরা জনগণের কথা ভাবে না তাই ক্ষমতায় থাকার গভীর ষড়যন্ত্র তারা জনগণের উপর অত্যাচার করছে। মানুষের ভোটাধিকার হরণ পর এখন মিছিল মিটিংয়ের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। গত ডিসেম্বরের জনগণের অসুবিধার কথা বলে বিএনপিকে রাস্তায় মিটিং করতে দেয় নি কিন্তু এখন গণ অভ্যুত্থানের ভয়ে এখন নিজেরাই গাড়ি ভাড়া করে রাস্তা বন্ধ করে শোভা যাত্রা করছে। তারা জনগণকে ভয় করে তাই জনগণের প্রিয় নেত্রী বেগম জিয়াকে বন্দী করে রাখছে আর জনসমাগম নিয়ন্ত্রণ করার জন্য বিনা উস্কানিতে মিছিলে হামলা করছে।
সভায় এনডিপি মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেন, আমরা এখন ১ দফা দাবি আদায়ে রাস্তায় আছি ইনশা আল্লাহ জনগণকে সাথে নিয়ে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিশ্চিত করে ঘরে ফিরবো। এখন আর বলতে চাইনা যে, আপনারা বিগত বৎসর গুলিতে কত লুটপাট করেছেন আর অপরিকল্পিত ভাবে “বেশি কাজ বেশি লাভ” এর আশায় উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করেছেন। তিনি বলেন, আওয়ামীলীগকে অনুরোধ করবো আপনারা শান্তি সমাবেশের নামে অশান্তির পরিবেশ সৃষ্টি না করে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের প্রস্তুতি নিন। আপনারা যেটাকে উন্নয়ন বলছেন তা যদি সত্যিকারের উন্নয়ন হয় তবে জনগণ আপনাদের আবার ক্ষমতায় আনবে আর যদি সেটা উন্নয়নের নামে দুর্নীতি আর লুটপাট হয় তবে আপনাদের পরবর্তী ২০২৯ সনের নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে এবং ঐ নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনই হবে।
পদযাত্রা কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান পাটোয়ারী, ঢাকা দক্ষিণের সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার ও সহ সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান ও প্রচার সম্পাদক সাকিব ভূইয়া।

Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply