নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব যোগব্যায়াম দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ২২ জুন বিকেল ৫টায় ভাস্কর রাসা যোগ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও যোগব্যায়াম প্রদর্শনীর আয়োজন করা হয়। নাট্যজন আব্দুল আজিজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ভাস্কর রাসা। আলোচনায় অংশ নেন নৃত্যগুরু আমানুল হক, নাট্যজন ও লেখক খায়রুল আলম সবুজ।
আলোচকবৃন্দ বলেন- যোগব্যায়াম বাংলার নিজস্ব সম্পদ। হাজার বছর ধরে বিশ্বে যোগব্যায়াম সমাদৃত হয়ে আসছে অথচ নিজ গৃহে সে অবহেলিত। যেন প্রদীপের নীচে অন্ধকার। যোগব্যায়ামকে সরকারি স্বাস্থ্য পরিকল্পনায় সংযুক্ত করা হোক।
ভাস্কর রাসা বলেন- ব-দ্বীপ অঞ্চলের মানুষের নিজস্ব স্বাস্থ্য বিজ্ঞান যোগব্যায়াম। প্রতিদিন আহার করুন প্রতিদিন ব্যায়াম করুন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যায়ামাগার প্রতিষ্ঠা করার জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে।
সভাপতির বক্তব্যে নাট্যজন আবদুল আজিজ বলেন- যোগাদর্শন বাংলার ঐতিহ্যগত সম্পদ। ভাস্কর রাসা দীর্ঘদিন যোগ সাধনা করে আসছে। সম্প্রতি লক্ষ্য করেছি যে, তার সঙ্গে অনেক যুবক সংযুক্ত হচ্ছে, এটা আশার সংবাদ।
নিয়মিত ব্যায়াম করে বর্তমান ও আগামী প্রজন্মের মানুষেরা সুস্বাস্থ্যবান হোক এই কামনা করছি।
পরে ভাস্কর রাসা যোগব্যায়াম প্রদর্শন করেন।

Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply