নিজস্ব প্রতিবেদকঃ ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। সুইজারল্যান্ডে চার দিনের সফর কালে প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান উন্নয়ন অগ্রযাত্রা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংকট ও সমস্যা কথা সফলভাবে তোলে ধরায় তিনি আওয়ামী লীগ সভানেত্রীকে এই অভিনন্দন জানান।
রবিবার (১৮ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি এই অভিমত প্রকাশ করেন।
সুইজারল্যান্ডে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৩ জুন জেনিভা পৌঁছান তিনি; পরদিন বুধবার ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগ দেন। একই দিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফ্লিপো গ্র্যান্ডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন।পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।বিকালে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্লেনারিতে ভাষণ দেন। তখন তিনি বিশ^ সম্প্রদায়ের কাছে বাংলাদেশের উন্নতি ও গণতান্ত্রিক সমাজ বির্নিমাণের স্বপ্নের কথা তোলে ধরেন।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ‘আ টক অ্যাট দ্য ডব্লিউইএফ’ এ যোগ দেন। পরে ডব্লিউইএফ অফিসে প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে তার বৈঠক হয়। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ নির্বাচন হবে বলেও তিনি অভিমত পোষণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই সফরে মাল্টার প্রেসিডেন্ট ডক্টর জর্জ ভেলার সঙ্গে সাক্ষাৎ করেছেন; এছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা সাক্ষাৎ করেন তিনি।
এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে গতকাল অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘‘ জাতির জনক বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে ১৯৭১ সালের ৮ই জানুয়ারি মুক্ত হয়। সদ্যস্বাধীন বাংলাদেশে ফেরেন ১০ জানুয়ারি। প্রধানমন্ত্রী এসএসএফ-এর ভূমিকাকে সন্তোষজনক বলে উল্লেখ করে বলেন,‘‘ বাইরের কোনো হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না বাংলাদেশ। ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ প্রধানমন্ত্রী শেখ হামিনার এ অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply