নিজস্ব প্রতিবেদকঃ গণতন্ত্র পুনরুদ্ধারে সকল দলকেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই। দ্রব্যমূল্যের উর্ধগতি, ঘুস, দুর্নীতি, লুটপাটের কারণে দেশের মানুষ আজ সরকারের পরিবর্তন চায়। তাই নির্বাচন যে প্রক্রিয়ায়ই হোক, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও এনপিপি’র নেতৃত্বাধীন সতেরো দলীয় জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের মুখপাত্র সাবেক ছাত্রনেতা ছাবের আহাম্মদ- কাজী ছাব্বীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন যে, বিগত দিনে বিএনপি, আওয়ামিলীগ একাধিক বার ক্ষমতায় এসেছে, এই দুই দলের কারো কাছে দেশ আর নিরাপদ নয়। এই দুই দলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে জনগণ। তাই দেশের মানুষ তৃতীয় রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। সেই বিকল্প রাজনৈতিক শক্তিই হলো ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে, দেশের জনগণ নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে আম প্রতীকে ভোট দিয়ে জনগণ এনপিপিকেই ক্ষমতায় আনবে ইনশাল্লাহ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনপিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী ছাব্বীর এসব কথা বলেন।
এনপিপির চেয়ারম্যান এর উপদেষ্টা ও কুমিল্লা জেলা এনপিপি’র সভাপতি মোহাম্মদ আলী কিসমত এর সভাপতিত্বে কুমিল্লা জেলা এনপিপি’র কার্যালয়, এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি’র চেয়ারম্যান এর উপদেষ্টা মোশারফ হোসেন বকুল, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম খোকন, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বিভাগীয় কমিটির সদস্য সচিব মো: জাকির হোসেন ভূইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, ব্রাহ্মনবাড়িয়া জেলার সভাপতি কাজী মাহবুবুর রহমান স্বপন,লক্ষিপুর জেলার সভাপতি শাহ আলম।নোয়াখালী জেলার সভাপতি আক্তার হোসেন। ফেনী জেলার সভাপতি খালেদ বিন ইসলাম , চাঁদপুর জেলার প্রতিনিধি মিনহাজ উদ্দিন , ফেনী জেলার সাধারণ সম্পাদক, আজিমুর রশিদ সুমন, নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন,বি-বাড়িয়া জেলার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিঠু।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply