বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে শাসকগোষ্ঠি দমননীতির নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে: মোস্তফা জামাল হায়দার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ মজলুম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি উক্তরূপ মন্তব্য করেন। তিনি ফারাক্কা লংমার্চের প্রেক্ষাপট বর্ণনা করে মওলানা ভাসানীকে একজন দুরদৃষ্টিসম্পন্ন নেতা আখ্যায়িত করে বলেন, ফারাক্কা লংমার্চ তাঁর সুদুর প্রসারী চিন্তাধারার প্রতিফলন। ১৯৭৬ সালে মজলুম জননেতা মওলানা ভাসানী ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে লাখো জনতাকে সঙ্গে নিয়ে ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন।

এই ঐতিহাসিক দিনটি স্মরণে ৩০ মে মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

তিনি চলমান রাজনীতি প্রসঙ্গে বলেন, এই অগণতান্ত্রিক সরকারের দমননীতির কারণে আজ বিশ্বে বালাদেশের ভাব-মূর্তি ক্ষুন্ন হচ্ছে। দেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্র্থনৈতিক অবস্থা প্রতিনিয়ত বেসামাল হচ্ছে। সিন্ডিগেটের কারণে আজ দ্রব্যমূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই বিলম্ব না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলন জোরদার করতে হবে।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, কেন্দ্রীয় নেতা হান্নান আহমেদ খান বাবলু, কাজী মোহাম্ম নজরুল, মেহেদী হাসান তপন এবং ভাসানী ছাত্র পরিষদের সমন্বয়কারী আহমেদ শাকিল। সভা সঞ্চালনা করেন ভাসানী অনুসারী পরিষদের অতিরিক্ত সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব।

বক্তারা বলেন, এই সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশের মানুষের জন্য লজ্জা জনক। তাই ভোট চোর সরকারকে পদত্যাগে বাধ্য করে নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার ছাড়া এই চলমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নেই বলে তারা অভিমত ব্যক্ত করেন সভাপতির ভাষণে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ করে মওলানা ভাসানী যে দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন, তাকে সামনে রেখে আমরা যদি করণীয় নির্ধারণ না করতে পারি তাহলে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভারতের পাননি আগ্রাসনের বিরুদ্ধে জনমত তৈরী এবং ভারতের উপর চাপ প্রয়োগ করতে না পারি তাহলে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS