স্টাফ রিপোটারঃ গাইবান্ধায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের ছয় নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মঙ্গলবার (২৩ মে) রাতে গাইবান্ধা সদর থানায় মামলাটি করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের দুপুরে আদালতে নেয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার (২২ মে) রাতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন- গাইবান্ধা পৌরসভার পলাশপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান তারেক (৩৩), ফকিরপাড়ার মো. নয়া মিয়ার ছেলে সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমাম হাসান আলাল (৩০) ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল (৩৩), একই পাড়ার রফিকুল ইসলামের ছেলে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজুজ্জামান রবিন (৩০), ডিবি রোড শাপলাপাড়া গ্রামের মৃত খায়রুল এনামের ছেলে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন (৪৫), পুরাতন বাজারের বাসিন্দা মো. হুনান হক্কানির ছেলে যুবদল নেতা মো. কেনান হক্কানি (২৮)।
মামলা সূত্রে জানা যায়, ডিজিটাল প্লাটফর্মে (ফেসবুক) পোস্ট করা ভিডিওতে গ্রেফতার ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রোপাগান্ডা, রাষ্ট্রের ভাবমূর্তি-সুনাম ক্ষুণ্ণসহ অপপ্রচার, ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত, আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা এবং সহায়তার অপরাধে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত রাখা হয়েছে ২৫০ জনকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply