নিজস্ব প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২১০তম শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের প্রেসিডেন্ট ও কে.ডি.এস. গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান, বোর্ড এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক আহামেদুল হক, আব্দুল মালেক মোল্লা এবং মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিল্ডটেক চেয়ারম্যান মোঃ ইউনুচ গণি চৌধুরী। এসময় অনুষ্ঠানে এন মোহাম্মদ গ্রুপের মোহাম্মদ নজরুল হক, জুমাইরা হোল্ডিংস’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী এবং এআইবিএল চট্টগ্রাম জোনাল হেড ও এসইভিপি মোহাম্মদ আজম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্। নজুমিয়া হাট শাখা ব্যবস্থাপক মোঃ শাহজাহান হায়দার উপস্থিত অতিথিবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ’র প্রেসিডেন্ট ও কে.ডি.এস. গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান নজুমিয়া হাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডকে স্বাগত জানান। গ্রাহকবান্ধব সেবা প্রদানের ক্ষেত্রে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে একটি শীর্ষস্থানীয় ব্যাংক বলেও তিনি উল্লেখ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply