নিজস্ব প্রতিবেদকঃ দেশে ৫ টি সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার ক্ষেত্রে নির্বাচন কমিশন-ইসি ও প্রশাসনের বর্তমান ভূমিকাকে প্রশংসনীয় বলে মত প্রকাশ করেছেন ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক এস. এম. আশিক বিল্লাহ। সংবিধানের আলোকে ‘সচ্ছ ও গ্রহণযোগ্য দ্বাদশ নির্বাচন জনগণের প্রত্যাশা শীর্ষক’ আলোচনা সভায় শনিবার ( ২০ মে) তিনি এই মতামত প্রকাশ করেন। জাতীয় প্রেসক্লাব চত্বরে এ দিন সকাল সাড়ে ১১টায় এই আলোচনা সভা হয়।
এস. এম. আশিক বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ। প্রধান বক্তা ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ-এর সহসভাপতি স্বপন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা তাজুল ইসলাম, কৃষক শ্রমিক পার্টির মহাসচিব এএসএম রাজিয়া সুলতানা রতনাসহ অন্য নেতারা।
সভাপতির বক্তব্যে এস. এম. আশিক বিল্লাহ বলেন,‘‘ প্রতিহিংসা নয়, রাজনৈতিক আলোচনার মধ্যদিয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সচ্ছ করতে হবে। এ ধরণের একটি সুন্দর নির্বাচন করার জন্য স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সকল অশুভ ও প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঐক্য, শিক্ষা, শান্তি, অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ন্যায়বিচার ও প্রগতির মধ্যদিয়ে ডেমোক্রেটিক পার্টি পথ চলবে। এবং দেশের গণমানুষের ভাগ্য বদলের সংগ্রাম জারি রাখবে।’’ তিনি দেশের নতুন প্রজন্মের ছাত্র-তরুণ এবং ন্যায়-নিষ্ঠ রাজনীতিবিদদের ডেমোক্রেটিক পার্টির সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply