সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে প্রাইম ব্যাংক সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান কার্যক্রমের সহায়তায় জাগো ফাউন্ডেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনকে কম্পিউটার প্রদান করেছে।
বুধবার (১০ মে) প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কম্পিউটারগুলো হস্তান্তর করা হয়।
প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রহমান বিদ্যানন্দ ফাউন্ডেশনের হেড অব কর্পোরেট কমিউনিকেশন সালমান খান ইয়াসিন’র কাছে এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউর রহমান জাগো ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার ফারাহ্ মাদিহা বিনতে জাকি’র কাছে কম্পিউটার হস্তান্তর করেন।
এসময় ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান জিয়াউর রহমান এবং চীফ টেকনোলজি অফিসার এ ওয়াই এম মোস্তফা সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply