বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়া নিয়ে জ্বালানি বিভাগের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ Time View

রাজধানী ঢাকার রামপুরা, বাড্ডা, বনশ্রী, বেইলি রোডসহ কয়েকটি এলাকায় প্রাকৃতিক গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার পর সেসব এলাকায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এমন তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ এপ্রিল (সোমবার) রাত আনুমানিক সাড়ে ১০টা হতে ১১টার মধ্যে ঢাকার রামপুরা, বাড্ডা, বনশ্রী, বেইলি রোডসহ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পরার অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তিতাস গ্যাসের ১৪টি ইমারজেন্সি টিম এ সকল এলাকা সরেজমিন পরিদর্শন করে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রদান করে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘একই সাথে যে সমস্ত ডিসট্রিক্ট রেগুলেটিং স্টেশনের (District Regulating Station-DRS) মাধ্যমে ঢাকায় গ্যাস সরবরাহ করা হয়ে থাকে, সে সকল ডিআরএস থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয়া হয়। তৎপ্রেক্ষিতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, ‘পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শিল্প-কারখানা বন্ধ থাকাসহ স্বাভাবিক সময়ের তুলনায় গ্যাসের ব্যবহার হ্রাস পাওয়ায় গ্যাস সরবরাহ লাইনে চাপ কিছুটা বৃদ্ধি পায়। বর্তমানে গ্যাসের সরবরাহ লাইনে চাপ স্বাভাবিক রয়েছে এবং গ্যাসের সরবরাহ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে গ্যাস ও গ্যাসের চুলা ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS