উখিয়া: কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া মেরিন ড্রাইভ সড়কে সড়ক দূর্ঘটনায় তিনজন আহত হয়েছে।
ঘটনাটি ঘটে রবিবার(২৩ এপ্রিল) বিকেলে। আহতরা হলেন,হাসেম(২৫),দিলদার(২২) ও এরশাদ(১৪)। স্থানীয়রা জানায়,রবিবার বিকেলে ডেইলপাড়া মেরিন ড্রাইভ সড়কে মিনি টমটম(ইজিবাইক) চাপায় একটি মোটরসাইকেল (যার নং কক্সবাজার-হ ১১-৯৩৫২) নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তিনজন আরোহী আহত হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করে ইনানী পুলিশ ফাঁড়ি হেফাজতে নিয়ে যাওয়া হয়। দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইনানী পুলিশ ফাঁড়ির আইসি কাউসার হামিদ।
                                
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply