ঈদের আনন্দে
-মোঃ মামুন মোল্যা
এগারো মাস দীর্ঘ অপেক্ষায়
কেটে যায় বেলা,
ঘুরে এলো রমজান মাস
রোজা রাখার পালা।
ধনী গরীব পুরুষ নারী
পাপ মুক্তির আশায়,
খোদার ভয়ে রোজা রাখে
জান্নাত পাবার ভরসায়।
রোজা দেহ-মনের অহমিকা
করে দেয় দূর,
ধনীর দানে মনের আনন্দে
ছোটে বহু দূর।
রোজা শেষে ঈদ এসেছে
ধনী গরীব এক
নামাজ শেষে ঈদের ময়দানে
মিলায় বুকে বুক।
লেখা: ২০-৪-২৩
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply