ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। বৈশ্বিক সংগঠন মর্নিং কনসাল্টের এক জরিপে তিনি এখন বিশ্ব রাজনৈতিক নেতাদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে এক নম্বরে অবস্থান করছেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি বিশ্বের ২২টি দেশের বর্ষীয়ান ও শিক্ষিত নাগরিকদের নিয়ে এই সমীক্ষা চালিয়েছে। মার্চের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে চলেছে এই জরিপ। তাতে দেখা গেছে, নরেন্দ্র মোদির ধারে কাছে নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
জরিপে দেখা গেছে, নরেন্দ্র মোদির প্রতি দেশটির ৭৬ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। মোদির পরেই রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদার। তার সমর্থনে রয়েছে ৬১ শতাংশ মানুষ। তারপরই রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি। তিনি পেয়েছেন ৫৫ শতাংশ ভোট। চতুর্থ অবস্থানে থাকা সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেত পেয়েছেন ৫৩ শতাংশ ভোট।
এই জরিপে জনপ্রিয়তার নিরিখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক রয়েছেন ১০তম স্থানে। তিনি পেয়েছেন ৩৪ শতাংশের সমর্থন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেয়ছেন ৪১ শতাংশের সমর্থন। তিনি রয়েছেন তালিকায় অষ্টম স্থানে। ইমানুয়েল ম্যাক্রোঁর সংগ্রহে গিয়েছে ২২ শতাংশ ভোট। তিনি রয়েছেন তালিকার ২১তম স্থানে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply