ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১৩৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৯২ লাখ ১৫ হাজার ৩২৪টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ৩৬ লাখ ৩৭ হাজার ৭৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫০ কোটি ২৬ লাখ টাকা।
ওরিয়ন ফার্মা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪১ লাখ ৭৪ হাজার ৬৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৫ কোটি ৭৮ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সাইফ পাওয়ারটেক, আনোয়ার গ্যালভানাইজিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, ফার্মা এইডস ও রহিমা ফুড লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply