নিজস্ব প্রতিবেদকঃ এবি ব্যাংক লিমিটেড টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে প্রায় ১৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ আবুল বশার খায়ের, সভাপতি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ তোজাম্মেল হক টুটুল, মেয়র, টুঙ্গিপাড়া পৌরসভা, জনাব মোঃ বাবুল শেখ, সাধারণ সম্পাদক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং জনাব শেখ শুকুর আহম্মেদ, চেয়ারম্যান, পাটগাতী ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply