মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় জামায়াতের নির্বাচনী জনসভা শেষে মাঠ পরিষ্কার করল চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রার্থীরা ঢাকা আন্তঃজেলা চোর সর্দার মিঠু গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ  রাজিবপুর ও কোদালকাটির চরাঞ্চলে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা শ্রীপুরে পৌরসভার গাড়ীর চাপায় কারখানার নিরাপত্তা প্রহরীর মৃত্যু অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং অভিযোগে সামিট চেয়ারম্যান আজিজ খানকে দুদকের তলব ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান চরমোনাই পীরের বিশ্ববাজারে টিকে থাকতে নন-ট্যারিফ বাধা বড় চ্যালেঞ্জ: এনবিআর চেয়ারম্যান সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনসভা সর্বজনীন পেনশন স্কিমে ডিজিটালি অর্থ সংগ্রহে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে কমিউনিটি ব্যাংক রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে যুবদলের গণসংযোগ 

শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ-ভারত একে অন্যকে সাহায্য করবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৯ Time View

এ অঞ্চলে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিস্থিতি প্রতিষ্ঠায় বাংলাদেশ ও ভারত একে অন্যকে সাহায্যে করবে।

বুধবার (১৫ ডিসেম্বর) সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এক বৈঠকে এনিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এসব জানান।

তিনি বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী শান্তিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভারতের রাষ্ট্রপতি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে বাংলাদেশ-ভারত যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে। ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক। এ সম্পর্কের ফলে এ অঞ্চলে একটি শান্তি অব্যাহত রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে রোহিঙ্গাদের কথা বলেছি। দুই দেশের যে সমস্যাগুলো রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের কথা বলেছেন। ভারতের সঙ্গে বিভিন্ন খাতে যে অংশীদারিত্ব রয়েছে তা নিয়ে কথা বলেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যায় শোক জানিয়ে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বলেন, বঙ্গবন্ধু তার নিজের অনুপ্রেরণা। এ কথা শুনে শেখ হাসিনা বলেন, জাতির পিতার হত্যার পর ভারত এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে ও তার পরিবারকে আশ্রয় দিয়েছেন এ জন্য তিনি কৃতজ্ঞ। দুই দেশের আঞ্চলিক সহযোগিতা এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছে এবং তা অনেক দূর যাবে। দারিদ্রতা দূর করতে দুই দেশের সহযোগিতা আরও দরকার।

দুর্গাপূজার সময় বাংলাদেশে যে সমস্যা হয়েছিল তা সমাধানে ভারতের রাষ্ট্রপতি ধন্যবাদ জানালে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে সংখ্যালঘু হিসেবে কাউকে ট্রিট করা হয় না, সমান অধিকারে নাগরিক অধিকার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS