বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে ৬ জেলার ক্রেতাদের উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর আমীরে জামায়াত এর সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির সৌজন্য সাক্ষাৎ চাঞ্চল্যকর দিপু হত্যাকাণ্ডে মূল নেতৃত্বদানকারীদের আরেক হোতা ইয়াসিন আটক সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা ৩৪৫ কোটি টাকায় গুলশানে নতুন জমি কেনার সিদ্ধান্ত সিটি ব্যাংকের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টে অতিরিক্ত ফি আদায় বন্ধে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ এমপিওভুক্তির গণবিজ্ঞপ্তি জারি, স্থগিত হলো শিক্ষকদের আন্দোলন গাজীপুর কালিয়াকৈর উপজেলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীর সরকারির ন্যায় বেসরকারি শিক্ষক কর্মচারিদের ১ বছর পিআরএল এর ব্যবস্থা করার দাবি – অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরামের হাদি-দীপুসহ দু’শ হত্যাকাণ্ডের বিচার দাবি নতুনধারার

বিআইসিএম রিসার্চ সেমিনার-২০ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৫৯ Time View

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর রিসার্চ সেমিনার-২০ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ জানুয়ারি) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সেমিনারে “Optimal Exchange Rate Dynamics for a Small-Open Economy: A Machine Learning Approach to the Case of Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম এর সহকারী অধ্যাপক সাফায়েদুজ্জামান খান। ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুবাশীষ বড়ুয়া।

বিআইসিএম এর রিসার্স কনসালটেন্ট (খন্ডকালীন) ড. সুবর্ণ বড়ুয়া সেমিনারটি সঞ্চালনা করেন।

এই গবেষণায় গবেষক বাংলাদেশে মুদ্রা বিনিময় হার কিভাবে নির্ধারিত হয় এবং বিনিময় হারের কোন পর্যায়ের পরিবর্তন মুক্ত বাজার অর্থনীতিতে বাণিজ্য ঘাটতিকে প্রভাবিত করে এ সম্পর্কিত সামষ্টিক অর্থনীতির দিকগুলোতে আলোকপাত করেছেন। গবেষক মেশিন লার্নিং অ্যালগরিদম এর পাঁচটি আলাদা মডেল ব্যবহার করে কোন ধরনের অ্যালগরিদম মুদ্রা বিনিময় হারের সাথে বাণিজ্য ঘাটতির আন্তঃসম্পর্ক বিশ্লেষণের জন্য সর্বাধিক উপযোগী, সে সম্পর্কেও আলোচনা করেন। আমাদের দেশে প্রচলিত ম্যানেজড ফ্লোট প্রক্রিয়ায় পরিচালিত মুদ্রা বিনিময় হার সম্পর্কিত গত তিন দশকের অর্থনৈতিক প্রবণতা এবং এর গতিপ্রকৃতি নিয়ে তিনি বিভিন্ন স্ট্যাটিসটিক্যাল মডেল এবং অ্যালগরিদম এর ভাষ্য উপস্থাপন করেন।

উপস্থিত অতিথিদের প্রশ্নোত্তর পর্ব শেষে বিআইসিএম এর পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সেমিনারে বিআইসিএম এর অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS